বাইডেনের নির্দেশে সোমালিয়ায় অভিযানে আইএসের শীর্ষ নেতা নিহত
সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অভিযানে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম আঞ্চলিক নেতা বিলাল আল-সুদানি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে পরিচালিত অভিযানে তিনি নিহত হন বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। খবর এএফপির।
মার্কিন কর্মকর্তারা বলছেন, দেশটির সেনারা উত্তর সোমালিয়ার পাহাড়ি একটি গুহা থেকে নেমে আসার পর বন্দুকযুদ্ধে সুদানি নিহত হন। মার্কিন কর্মকর্তারা আশা করেছিলেন সুদানিকে তাঁরা ধরতে পারবেন।
মার্কিন কর্মকর্তারা আরও বলেন, ঘটনাস্থলে সুদানি ও আইএসের ১০ সহযোগী নিহত হয়েছেন। তবে হতাহত মানুষের মধ্যে কোনো মার্কিনি ছিলেন না। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন এক কর্মকর্তা বলেন, অভিযানে কেবল একজন মার্কিনি আহত হয়েছেন। তাঁকে মার্কিন সেনাবাহিনীর একটি কুকুর কামড় দিয়েছিল।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেছেন, গত বুধবার প্রেসিডেন্টের নির্দেশে মার্কিন সেনাবাহিনী সোমালিয়ার উত্তরাঞ্চলে অভিযান চালিয়েছে। এতে বেশ কয়েকজন আইএস জঙ্গি মারা গেছেন। তাঁদের মধ্যে বিলাল আল–সুদানি একজন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন আরও বলেন, আফ্রিকায় আইএস জঙ্গি উত্থানে দায় রয়েছে আল-সুদানির। আফগানিস্তান ও বিশ্বের বিভিন্ন দেশে আইএসের অভিযানে তহবিলের জোগান দিতেন সুদানি।
মার্কিন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, পাহাড়ের ঘাঁটি থেকে আফ্রিকা, আফগানিস্তানের খেরসনসহ বিভিন্ন অঞ্চলে আইএসকে তহবিল বরাদ্দ করতেন সুদানি।
আইএসে যোগ দেওয়ার ১০ বছর আগে সুদানি সোমালিয়ায় আল শাবাব জঙ্গি দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তিনি সেখানে আল শাবাব জঙ্গিদের নিয়োগ ও প্রশিক্ষণ দিতেন।
মার্কিন কর্মকর্তারা আরও বলেছেন, আইএস জঙ্গি দল পরিচালনা ও অর্থনৈতিক খাতে সুদানির দক্ষতা রয়েছে। এ কারণে তাঁকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী আইনে লক্ষ্য করা হয়েছে।
প্রায় এক মাস ধরে সুদানিকে ধরতে অভিযান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা, গোয়েন্দা ও নিরাপত্তা খাতে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরে বাইডেন এ অভিযান পরিচালনার নির্দেশ দেন।
মার্কিন বাহিনী দীর্ঘদিন ধরে সোমালিয়া সরকারের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান পরিচালনা করেছে।
২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত সোমালিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া প্রতিবছর দুই থেকে চারটি স্থল অভিযানও পরিচালনা করে দেশটি।
জাতীয় নিরাপত্তাবিষয়ক থিঙ্কট্যাংক নিউ আমেরিকা বলছে, ২০২১ সালে জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বিমান হামলা কমেছে। ২০২২ সাল পর্যন্ত মাত্র ১৬টি বিমান হামলা চালানো হয়েছে। এ সময়ে কোনো স্থল অভিযান পরিচালনা করা হয়নি।