বর্ণবাদী শব্দ ব্যবহার করায় দল থেকে আইনপ্রণেতা বহিষ্কৃত

দ্য ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সমর্থকেরাফাইল ছবি: রয়টার্স

কৃষ্ণাঙ্গদের নিয়ে বর্ণবাদী শব্দ ব্যবহার করায় দক্ষিণ আফ্রিকার এক আইনপ্রণেতাকে বরখাস্ত করেছে দেশটির ক্ষমতাসীন জোট সরকারের শরিক দ্য ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ)। পুরোনো কয়েকটি ভিডিওতে তাঁকে ওই বর্ণবাদী শব্দ ব্যবহার করতে শোনা যায়। আজ বৃহস্পতিবার তাঁকে দল থেকে বহিষ্কার করে ডিএ।

বহিষ্কৃত হওয়া ওই আইনপ্রণেতার নাম রেনাল্ডো গোউস। ভিডিওগুলো সামনে আসার পর সেটিকে ভুয়া বলে উল্লেখ করেছেন রেনাল্ডো গোউস। বলেছেন, বর্ণবাদী ওই শব্দ তিনি আদৌ ব্যবহার করেননি। তবে ডিএ আজ জানিয়েছে, ভিডিওটি আসল।

এক সপ্তাহের কম সময় আগে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে আইনপ্রণেতা হিসেবে শপথ নেন রেনাল্ডো গোউস। ওই ভিডিওতে তাঁকে একটি গালি দিতে শোনা যায়। স্থানীয় ওই গালি সাধারণত কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের উদ্দেশে দেওয়া হয়ে থাকে। এ সময় কৃষ্ণাঙ্গদের হত্যার আহ্বানও জানান তিনি।

গত মাসে দক্ষিণ আফ্রিকায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তিন দশকের মধ্যে প্রথমবারের মতো পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা প্রয়াত নেলসন ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। নির্বাচনে ৪০ শতাংশ ভোট পায় দলটি। ডিএ পায় ২২ শতাংশ ভোট।

একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় জোট সরকার গড়ার বিকল্প ছিল না এএনসির নেতা প্রেসিডেন্ট সিরিল রামাফোসার। রাজনৈতিক অচলাবস্থার মুখে ডিএ–সহ বিরোধীদের সঙ্গে নিয়েই জাতীয় ঐক্যের সরকার গড়ার ডাক দেন তিনি। গত শুক্রবার পার্লামেন্টে ভোটাভুটিতে দ্বিতীয় মেয়াদে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন রামাফোসা।

এদিকে এই ভিডিওর আগে রেনাল্ডো গোউসের আরও একটি ভিডিও সামনে এসেছিল। তাতে তাঁকে বলতে শোনা যায়, ‘আফ্রিকা যদি পৃথিবী থেকে হারিয়ে যায়, তাহলে তা কারও নজরে আসবে না।’ রেনাল্ডো গোউসের এসব মন্তব্যের পর তাঁকে আইনপ্রণেতার পদ থেকে সরাতে একটি অনলাইন আবেদনে স্বাক্ষর করেন ৪০ হাজারের বেশি মানুষ। এরপরই তাঁর বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল ডিএ।