৬০ বছর আগে দেখা থেকে প্রেম, ৯০-এর ঘরে এসে বিয়ে
কেনিয়ায় ৯৫ বছর বয়সী এক ব্যক্তি ৯০ বয়সী পুরোনো প্রেমিকাকে বিয়ে করেছেন। এই দম্পতির প্রথম দেখা হয়েছিল অন্তত ৬০ বছর আগে। এরপর দুজনের মন দেওয়া-নেওয়া হয়। কিন্তু গাঁটছড়া বাঁধা হয়নি দুজনের। শেষমেশ জীবনসায়াহ্নে এসে শুভ পরিণয় হলো তাঁদের।
ওই ব্যক্তির নাম ইব্রাহিম এমবঙ্গো। তাঁর নববিবাহিত স্ত্রীর নাম তাবিথা ওয়াঙ্গুই। গত রোববার তাঁদের বিয়ে হয়। এ নিয়ে আজ সোমবার দেশটির গণমাধ্যমে প্রতিবেদন হয়েছে।
কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে গাড়ি চালিয়ে গেলে তিন ঘণ্টার দূরত্বে থাকা উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মুকুরউইনির একটি গির্জায় খ্রিষ্টান রীতিতে এই দম্পতির বিয়ে হয়। এ সময় ইব্রাহিম এমবঙ্গো বলেন, ‘আমরা ভেবেচিন্তে একত্র হয়ে সিদ্ধান্ত নিয়েছি খ্রিষ্টান রীতিতে বিয়ে করলে দারুণ ব্যাপার হবে। আমরা জানি, কিকুইউ রীতি অনুযায়ী আমাদের বিয়ে বৈধ। কিন্তু আমরা যেহেতু খ্রিষ্টান ধর্মও মেনে চলি, তাই গির্জায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।’
বিয়ের দিন ধূসর রঙের স্যুট ও রুপালি টাই পরেছিলেন বর। আর কনের পরনে ছিল সাদা পোশাকের ওপর ক্রিম রঙের জ্যাকেটে। মাথায় ছিল সাদা হ্যাট।
ভালোবাসার গোপন সূত্র সম্পর্কে জানতে চাইলে তাবিথা ওয়াঙ্গুই বলেন, একে অপরকে সম্মান করতে হবে। যথাসম্ভব নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝি যাতে না হয়, সেই চেষ্টা করতে হবে। তারপরও যদি কোনো ভুল হয়, সে ক্ষেত্রে সঙ্গীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়া উচিত।