নাইজেরিয়ায় ট্রাক ও জ্বালানি ট্যাংকারের সংঘর্ষে নিহত ৪৮

নাইজেরিয়ায় ট্রাক ও জ্বালানি ট্যাংকারের সংঘর্ষের পর বিস্ফোরণ হয়ছবি: রয়টার্স

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি ট্রাকের সঙ্গে জ্বালানি ট্যাংকারের সংঘর্ষের পর বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছেন। দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা গতকাল রোববার এ তথ্য জানিয়েছে।

গতকাল রোববার নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার মহাপরিচালক আবদুল্লাহি বাবা-আরব বলেন, ওই জ্বালানি ট্যাংকারটিতে গবাদিপশুও ছিল। এর মধ্যে অন্তত ৫০টি জীবিত পুড়ে গেছে। তিনি বলেন, ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

বাবা-আরব শুরুতে বলেছিলেন, ৩০ জনের মৃতদেহ পাওয়া গেছে। পরে এক বিবৃতিতে তিনি বলেন, দগ্ধ হয়ে মারা যাওয়া আরও ১৮ জনের মরদেহ পাওয়া গেছে। মৃত ব্যক্তিদের গণকবরে সমাহিত করা হয়েছে।

এ ঘটনায় কতজন আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নাইজার রাজ্যের গভর্নর মোহাম্মদ বাগো বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের শান্ত থাকা প্রয়োজন। জানমালের নিরাপত্তা রক্ষায় সব সময় সতর্ক থাকার এবং ট্রাফিক বিধিগুলো মেনে চলার জন্য তিনি রাস্তায় চলাচলরত ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার জনসংখ্যা ২২ কোটির বেশি। দেশটিতে মালামাল পরিবহনের জন্য কার্যকরী কোনো রেলপথব্যবস্থা নেই। নাইজেরিয়ার বড় সড়কগুলোতে প্রায়ই প্রাণঘাতী ট্রাক দুর্ঘটনা ঘটতে দেখা যায়।

বিশেষজ্ঞদের মতে, দুর্ঘটনার অন্যতম কারণগুলোর মধ্যে আছে বেপরোয়া গাড়ি চালানো, বেহাল সড়ক এবং নিম্নমানের যানবাহন।

নাইজেরিয়ার ফেডারেল রোড সেফটি কর্পসের হিসাব অনুসারে, শুধু ২০২০ সালে ১ হাজার ৫৩১টি পেট্রল ট্যাংকার বিধ্বস্ত হয়েছে। এতে ৫৩৫ জন নিহত এবং ১ হাজার ১৪২ জন আহত হয়েছেন।