সুদানের ওমদুরমানে বিমান হামলা, নিহত ২২
সুদানের পশ্চিমাঞ্চলীয় ওমদুরমান শহরে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে। গতকাল শনিবার খার্তুম রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এই সংখ্যা প্রকাশ করেছে।
১২ সপ্তাহ ধরে সুদানের সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে চলমান সংঘাতের মধ্যে এ হামলা হলো।
ক্ষমতা দখলের দ্বন্দ্ব থেকে গত ১৫ এপ্রিল সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এরপর দ্রুত সময়ের মধ্যে খার্তুম, ওমদুরমান এবং বাহরির নিয়ন্ত্রণ নেয় র্যাপিড সাপোর্ট ফোর্সেস। এসব এলাকায় সেনাবাহিনী বিমান হামলা ও গোলা হামলা চালিয়ে যাচ্ছে।
একসময় মিত্র ছিল দুই বাহিনী। ২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে সুদানের রাষ্ট্রক্ষমতা দখল করে তারা। কিন্তু এরপর আরএসএফকে সামরিক বাহিনীর সঙ্গে একীভূত করা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে।
সুদানের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, খার্তুম, করদোফান ও দারফুর অঞ্চলে ছড়িয়ে পড়া এই সংঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ১৩৩ জন নিহত হয়েছে।
এ ছাড়া সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে ২৯ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে প্রায় সাত লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোয় পালিয়ে গেছে।
মানবিক সহায়তা সংস্থাগুলো বলেছে, নারীদের ধর্ষণ ও অপহরণের ঘটনাও অনেক ঘটছে।
মূল ঘাঁটি দারফুরে সেনা ও সরঞ্জাম পাঠাতে ওমদুরমান শহরটিকে গুরুত্বপূর্ণ সরবরাহ পথ হিসেবে বিবেচনা করে আরএসএফ। সম্প্রতি সেখানে হামলার মাত্রা বেড়েছে।