গিনিতে ফুটবল খেলা চলাকালে দর্শকদের মধ্যে সংঘর্ষে বহু নিহত
গিনির দ্বিতীয় বড় শহর এন’জেরেকোরে গতকাল রোববার ফুটবল খেলা চলাকালে রেফারির বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই পক্ষের দর্শকদের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। হাসপাতাল সূত্র থেকে সংঘর্ষে বহু মানুষ নিহত হওয়ার কথা বলা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন চিকিৎসক সংবাদমাধ্যমকে বলেন, ‘হাসপাতালে যত দূর চোখ যায়, শুধু সারি সারি লাশ পড়ে আছে। অন্যরা পড়ে আছেন মেঝেতে। মর্গে আর লাশ রাখার জায়গা নেই। সেখানে প্রায় ১০০ জন মারা গেছেন।’ অন্য একজন চিকিৎসক বলেন, সেখানে ‘বহু মানুষ মারা গেছেন’।
সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষের কয়েকটি ভিডিও ছড়িয়েছে। ওই সব ভিডিওতে দেখা যাচ্ছে, যেখানে খেলা চলছিল তার বাইরে সড়কে বহু মানুষ। তাঁদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। অসংখ্য মৃতদেহ মাটিতে পড়ে আছে। এএফপি তাৎক্ষণিকভাবে ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিক্ষুব্ধ দর্শকেরা এন জেরেকোরে পুলিশ স্টেশনে ভাঙচুর করে সেটিতে আগুন ধরিয়ে দেন। একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, খেলায় রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তের জেরে এসব শুরু হয়। একপর্যায়ে দর্শকেরা মাঠে নেমে আসেন। নিরাপত্তার উদ্বেগ থেকে এই প্রত্যক্ষদর্শী নিজের নাম প্রকাশ করতে চাননি।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গিনির জান্তা নেতা মামাদি দুমবুইয়ার সম্মানে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকালের খেলাটি ওই প্রতিযোগিতার অংশ ছিল। ২০২১ সালে গিনির ক্ষমতা দখল করেন দুমবুইয়া। এরপর তিনি নিজেকে দেশটির প্রেসিডেন্ট ঘোষণা করেন।