ইতিহাসের এই দিনে: বুধ গ্রহে প্রথম অভিযান
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৩ নভেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
বুধ গ্রহে প্রথম অভিযান
১৯৭৩ সালের ৩ নভেম্বর, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মেরিনার-১০ মহাকাশযান উৎক্ষেপণ করে। নাসার এ মহাকাশযানের গন্তব্য ছিল বুধ গ্রহ। বলা হয়, বুধ গ্রহে মানুষের প্রথম সফল অভিযান এটি।
মুক্তি পায় গডজিলা
সময়টা ১৯৫৪ সালের ৩ নভেম্বর, মুক্তি পায় হলিউডের সাড়া জাগানো চলচ্চিত্র ‘গডজিলা’। জাপানে প্রথম মুক্তি দেওয়া হয় চলচ্চিত্রটি। এরপর বিশ্বজুড়ে বক্স অফিসে তুমুল সাড়া ফেলে গডজিলা।
চালু হয় সবচেয়ে বেশি বিক্রিত ইংরেজি সংবাদপত্র
ইংরেজি ভাষায় প্রকাশিত সংবাদপত্রের জগতে ‘টাইমস অব ইন্ডিয়া’ অনন্য একটি নাম। বিশ্বের বুকে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ইংরেজি ভাষার সংবাদপত্র ধরা হয় এটিকে। ১৮৩৮ সালের ৩ নভেম্বর প্রকাশিত হয় টাইমস অব ইন্ডিয়ার প্রথম সংখ্যা।
নারীদের টেনিসে র্যাঙ্কিং চালু
ওমেন্স টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ) চালু করে নারী খেলোয়াড়দের র্যাঙ্কিং। ১৯৭৫ সালের ৩ নভেম্বর প্রথম ব্যক্তি হিসেবে র্যাঙ্কিংয়ের শীর্ষে নাম লেখান যুক্তরাষ্ট্রের নারী টেনিস তারকা ক্রিস এভার্ট। টানা ২৫ সপ্তাহ তিনি শীর্ষ অবস্থান ধরে রেখেছিলেন।