ইতিহাসের এই দিনে: করোনা মহামারি ঘোষণা
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১১ মার্চ। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের আজকের দিনে করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সেই সঙ্গে দেশগুলোকে করোনা মোকাবিলায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। প্রাণ গেছে ৭০ লাখের বেশি মানুষের।
সোভিয়েত নেতা হন গর্বাচেভ
সময়টা ১৯৮৫ সালের ১১ মার্চ, সাবেক সোভিয়েত ইউনিয়নের নতুন নেতা নির্বাচিত হন মিখাইল গর্বাচেভ। তিনি সোভিয়েত ইউনিয়নে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার করেন। তাঁর আমলে ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন।
ফুকুশিমা ট্র্যাজেডি
২০১১ সালের ১১ মার্চ, জাপানে ভয়াবহ ভূমিকম্প হয়। এরপর আঘাত হানে প্রলয়ংকরী সুনামি। ভূমিকম্প-সুনামিতে জাপানজুড়ে প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ১৯৮৬ সালে ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার পর এটাকে সবচেয়ে বড় দুর্যোগ বিবেচনা করা হয়।
মাদ্রিদে ভয়াবহ হামলা
স্পেনের মাদ্রিদে ট্রেনে ২০০৪ সালের ১১ মার্চ ভয়াবহ হামলার ঘটনা ঘটে। জঙ্গিরা ওই দিন চারটি ট্রেনে অন্তত ১০টি বোমার বিস্ফোরণ ঘটনায়। এতে প্রাণ যায় ১৯১ জনের।