ইতিহাসের এই দিনে
অদ্ভুত বিশ্ব রেকর্ড, আপেক্ষিক তত্ত্ব প্রকাশ
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচিত হয় অনেক কিছু। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই হয় ইতিহাসে। তেমনি কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২০ মার্চ, ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম
আইনস্টাইনের তত্ত্ব
বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন তাঁর বিখ্যাত থিওরি অব রিলেটিভিটি (আপেক্ষিক তত্ত্ব) প্রকাশ করেন ১৯১৬ সালের এ দিনে। তাঁর যুগান্তকারী এই তত্ত্ব সময়, ভর, মাধ্যাকর্ষণ কীভাবে একসঙ্গে কাজ করে, তা ব্যাখ্যা করে। এই তত্ত্ব আমাদের পদার্থবিদ্যাসংক্রান্ত বোঝাপড়া বদলে দেয়।
অদ্ভুত বিশ্ব রেকর্ড
দক্ষিণ আফ্রিকার ডারবানে ২৫ জন শিক্ষার্থী একসঙ্গে একটি ফোন বুথে ঢোকেন। উদ্দেশ্য ছিল, ছোট জায়গায় একসঙ্গে এতজন মানুষ ঢুকে বিশ্ব রেকর্ড গড়া। এতে সফলও হন তাঁরা। গড়েন রেকর্ড। অবস্থা এমন ছিল, যখন ফোন বাজছিল, তখন আঁটসাঁট অবস্থার কারণে কেউ ফোন ধরতে পারেননি। বিচিত্র এই ঘটনা ঘটে ১৯৫৯ সালের এ দিনে।
লন্ডনে বিশ্বকাপ ট্রফি চুরি
যুক্তরাজ্যের লন্ডনে ১৯৬৬ সালে ফুটবল বিশ্বকাপের আসর বসেছিল। এর আগে একটি প্রদর্শনী থেকে বিশ্বকাপের ট্রফি চুরি হয়ে যায়। সাত দিন পর এ দিনে পিকলস নামের একটি কুকুর চুরি হয়ে যাওয়া ট্রফিটি উদ্ধার করে। মজার বিষয়, ওই আসরে যুক্তরাজ্য বিশ্বকাপ জিতেছিল।
জাপানের পাতালরেলে হামলা
জাপানের পাতালরেলে ১৯৯৫ সালের এ দিনে সারিন গ্যাস প্রয়োগ করে হামলা চালায় সন্ত্রাসীরা। এই হামলায় ১২ জনের প্রাণ যায়। আহত হন সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ।
আন্তর্জাতিক সুখ দিবস
২০ মার্চ আন্তর্জাতিক সুখ দিবস। জাতিসংঘের উদ্যোগে ২০১৩ সাল থেকে দিবসটি উদ্যাপন করা শুরু হয়। এবার জাতিসংঘের প্রতিবেদনে সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পেয়েছে ফিনল্যান্ড। এ নিয়ে পরপর ছয়বার দেশটি সুখী দেশের তালিকায় সবার ওপরে রয়েছে। অন্যদিকে এবারের সুখী দেশের তালিকায় তলানিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের নাম।