বাগদাদ শহরের গোড়াপত্তন

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৩০ জুলাই। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

আধুনিক ইরাকের রাজধানী বাগদাদ
ফাইল ছবি: রয়টার্স

ইরাকের রাজধানী বাগদাদ। শহরটি বেশ পুরোনো। সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে বাগদাদের। ৭৬২ খ্রিষ্টাব্দের এই দিনে আব্বাসীয় শাসক আল-মনসুর বাগদাদ প্রতিষ্ঠা করেন। তাঁর সাম্রাজ্যের রাজধানী হিসেবে বাগদাদ শহর গড়ে তুলেছিলেন তিনি।

আরও পড়ুন

দিনটা আজ বন্ধুত্বের

২০১১ সালের এই দিনে জাতিসংঘের উদ্যোগে প্রথমবারের মতো আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস (ইন্টারন্যাশনাল ডে অব ফ্রেন্ডশিপ) উদ্‌যাপন করা হয়। মানুষ, সম্প্রদায় এবং দেশে দেশে বন্ধুত্ব উদ্‌যাপন করা হয় এই দিনে। কঠিন সময়ে বন্ধুত্ব কতটা সহায়তা করে, সে বিষয়ে সচেতনতা বাড়াতে দিবসটি উদ্‌যাপন করা শুরু হয়।

২৫ হাজার ফুট উঁচু থেকে লাফ

যুক্তরাষ্ট্রের নাগরিক লুক আইকিনস অনন্য কীর্তি গড়েছেন। ২০১৬ সালের এই দিনে তিনি একটি উড়োজাহাজে চেপে ৭ হাজার ৬২০ মিটার বা প্রায় ২৫ হাজার ফুট উঁচুতে ওঠেন। এরপর উড়োজাহাজ থেকে ঝাঁপ দেন তিনি। অবাক করার বিষয় হলো, তিনি প্যারাসুট ছাড়াই ঝাঁপ দিয়েছিলেন। ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালিতে ভূমিতে বিছিয়ে রাখা বিশাল নেটের ওপর তিনি নিরাপদে নেমেও এসেছিলেন। একটুও আহত হননি তিনি।

আরও পড়ুন

আর্নল্ড শোয়ার্জনেগারের জন্মদিন

আর্নল্ড শোয়ার্জনেগার
ফাইল ছবি: রয়টার্স

‘টার্মিনেটর’, ‘কমান্ডো’ খ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগারের জন্মদিন আজ। অস্ট্রিয়ান-আমেরিকান এই তারকার জন্ম ১৯৪৭ সালের এই দিনে। অভিনয় ও দুর্দান্ত বডিবিল্ডিংয়ের কারণে ভক্তদের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি। পরে যুক্ত হন রাজনীতিতে। সেখানেও সফল তিনি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গভর্নরের দায়িত্ব পালন করছেন তারকা রাজনীতিক শোয়ার্জনেগার।

আরও পড়ুন