ইতিহাসের এই দিনে: মানবদেহে প্রথম হৃদ্যন্ত্র প্রতিস্থাপন
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৩ ডিসেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
সময়টা ১৯৬৭ সালের ৩ ডিসেম্বর। দক্ষিণ আফ্রিকার চিকিৎসক ক্রিস্টিয়ান বার্নাড ও তাঁর দল নতুন ইতিহাস গড়েন। বিশ্বে প্রথমবারের মতো মানবদেহে হৃদ্যন্ত্র প্রতিস্থাপনে সফল হন তাঁরা। দক্ষিণ আফ্রিকার কেপটাউন বিশ্ববিদ্যালয়ে এই চিকিৎসা কার্যক্রম চলে।
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস আজ ৩ ডিসেম্বর। ১৯৯২ সালের এই দিনে জাতিসংঘের উদ্যোগে দিবসটি প্রথমবার পালন করা হয়। এর পর থেকে প্রতিবছর দিবসটি পালন করা হচ্ছে।
আগাথা ক্রিস্টি ‘গায়েব’
জনপ্রিয় ব্রিটিশ লেখক আগাথা ক্রিস্টি। ১৯২৬ সালের ৩ ডিসেম্বর নিজের বাড়ি থেকে রহস্যজনকভাবে গায়েব হয়ে যান তিনি। নড়েচড়ে বসে ব্রিটিশ পুলিশ। চারদিকে খোঁজখবর করা হয়, তবে তাঁর হদিস মেলেনি। কেটে যায় ১১ দিন। এরপর স্থানীয় একটি হোটেল থেকে তাঁকে উদ্ধার করা হয়। অবাক করা বিষয় এই ১১ দিনের কোনো স্মৃতি মনে করতে পারেননি ক্রিস্টি। কী হয়েছিল তাঁর সঙ্গে, সেটা আজও রহস্য হয়ে রয়েছে।
পাঠানো হয় প্রথম খুদে বার্তা
খুদে বার্তা পাঠানো এখন বেশ জনপ্রিয় একটি বিষয়। নিত্যদিনে হরহামেশা আমরা খুদে বার্তা পাঠাই। ১৯৯২ সালের এই দিনে ব্রিটিশ সফটওয়্যার হুইস থেকে প্রথম খুদে বার্তা পাঠানো হয়েছিল। পাঠিয়েছিলেন নেইল পাপওর্থ নামে একজন।