ইতিহাসের এই দিনে: গোলাপের নতুন জাত আবিষ্কার
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৮ আগস্ট। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
১৯৩১ সালের ১৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের হেনরি বোসেনবার্গ গোলাপের নতুন একটি জাত আবিষ্কারের জন্য একটি পেটেন্ট পান। নতুন এই জাতের নাম ‘নিউ ডন’। রুপালি ও গোলাপি রঙের মিশেলে এই গোলাপ বছরজুড়ে ফুটে থাকে। কোনো উদ্ভিদের কারণে পেটেন্ট পাওয়ার ঘটনা এটাই প্রথম।
অন্ধকারে ডুবে যায় ১২ কোটি মানুষ
সময়টা ২০০৫ সালের ১৮ আগস্ট। বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়ে ইন্দোনেশিয়া। ওই দিন দেশটির জাভা ও বালি অঞ্চলের প্রায় ১২ কোটি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছিলেন।
‘বেলুনিস্ট’ পেশায় প্রথম নারী
নাম তাঁর সোফি ব্ল্যানচার্ড। বাড়ি ফ্রান্সে। এই নারীর পেশা ছিল ‘হট এয়ার বেলুনিস্ট’। অর্থাৎ হট-এয়ার বেলুনে মানুষের আকাশভ্রমণ পরিচালনা করতেন তিনি। এই পেশায় যুক্ত হওয়া প্রথম নারী সোফি। ১৮০৫ সালের এই দিনে প্রথমবারের মতো পেশাদার বেলুনিস্ট হিসেবে সোফি তাঁর যাত্রা শুরু করেন।
অলিম্পিকে বাদ রশি-টানাটানি
একসময় টাগ-অব-ওয়ার বা রশি-টানাটানি খেলাটি অলিম্পিকের অংশ ছিল। তবে ১৯২০ সালে বেলজিয়ামে অনুষ্ঠিত অলিম্পিকের আসরে এটা শেষবারের মতো খেলা হয়। পরবর্তী সময় আর কোনো অলিম্পিকে এই খেলা যুক্ত করা হয়নি। আর ১৯২০ সালের ১৮ আগস্ট অলিম্পিকের আসরে অনুষ্ঠিত সর্বশেষ রশি-টানাটানি খেলায় নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিজয়ী হয় যুক্তরাজ্য।