অন্ধকারে ডুবে যায় নিউইয়র্ক শহর

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে। স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৩ জুলাই। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

নিউইয়র্ক ১৯৭৭ সালের ১৩ জুন টানা প্রায় ২৫ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল
প্রতীকী ছবি: উইকিমিডিয়া কমন্স

যুক্তরাষ্ট্রের অন্যতম জনবহুল শহর নিউইয়র্ক। শহরটির জন্য অন্ধকারাচ্ছন্ন একটি দিন ছিল ১৯৭৭ সালের ১৩ জুলাই। ওই দিন নিউইয়র্কে বজ্রপাতে বিদ্যুৎ সরবরাহের লাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে অন্ধকারে ডুবে যায় পুরো শহর। শহরটির ইতিহাসে অন্যতম বড় ব্ল্যাক আউটের ঘটনা এটা। টানা ২৫ ঘণ্টা বিদ্যুৎ ছিল না নিউইয়র্কে। এ সময় শহরটির দোকানপাটে রীতিমতো লুটপাট শুরু হয়েছিল।

১৯৩০ সালের ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল উরুগুয়ে
ফাইল ছবি: রয়টার্স

ফুটবল বিশ্বকাপের প্রথম আসর বসে

ফিফার উদ্যোগে বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর বসেছিল ১৯৩০ সালের ১৩ জুলাই। প্রথম বিশ্বকাপের আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছিল লাতিন আমেরিকার দেশ উরুগুয়েকে। কারণ, তারাই ছিল সে সময়ের ফুটবল বিশ্বের সবচেয়ে সফল দল। অংশ নিয়েছিল ১৩টি দল। ১৮ দিন পর ফাইনালে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল উরুগুয়ে।

১৬ ঘণ্টা ধরে চলে কনসার্ট

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ১৯৮৫ সালের এই দিনে আয়োজন করা হয়েছিল বিশেষ একটি কনসার্টের। বিশেষ বলার কারণ, হাজারো দর্শকের উপস্থিতিতে টানা ১৬ ঘণ্টা ধরে এই কনসার্ট হয়েছিল। বিশ্ববাসী টিভির পর্দায় এই কনসার্ট দেখেছিল। দুর্ভিক্ষপীড়িত ইথিওপিয়াবাসীর সহায়তার জন্য আয়োজন করা হয়েছিল এই কনসার্ট। কনসার্ট থেকে প্রায় ১৫ কোটি পাউন্ড সংগ্রহ করা হয়েছিল।

ক্যাট শো মাতিয়েছে রঙিন চশমা চোখে দুই বিড়াল
ফাইল ছবি: প্রথম আলো

বিড়াল নিয়ে প্রথম আয়োজন

বিশ্বজুড়ে ক্যাট শো বা বিড়ালদের নিয়ে প্রদর্শনী বেশ জনপ্রিয় একটি আয়োজন। ১৮৭১ সালের ১৩ জুলাই প্রথম ক্যাট শো হয়েছিল। এই আয়োজন বসেছিল যুক্তরাজ্যের লন্ডনের ক্রিস্টাল প্রাসাদে। এতে ১৭০টি বিড়াল অংশ নেয়। অভিনব এই আয়োজনে দর্শনার্থী হিসেবে উপস্থিত ছিলেন ২০ হাজারের বেশি মানুষ।

আরও পড়ুন
আরও পড়ুন