ফ্রান্স থেকে স্ট্যাচু অব লিবার্টির ৩৫০ টুকরা যায় যুক্তরাষ্ট্রে

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৭ জুন। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

স্ট্যাচু অব লিবার্টি। বন্ধুত্বের নিদর্শন হিসেবে এই ভাস্কর্য যুক্তরাষ্ট্রকে দেয় ফ্রান্স
ফাইল ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক হিসেবে নিউইয়র্কের লিবার্টি দ্বীপে সগৌরবে দাঁড়িয়ে আছে ‘স্ট্যাচু অব লিবার্টি’। বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ফ্রান্সের জনগণের পক্ষ থেকে ভাস্কর্যটি যুক্তরাষ্ট্রের জনগণকে উপহার দেওয়া হয়। স্ট্যাচু অব লিবার্টির মূল ভাস্কর্যটির উচ্চতা ১৫১ ফুট। তবে বেদিসহ এর উচ্চতা ৩০৫ ফুট। রোমান দেবী লিবার্টাসের আদলে গড়া ভাস্কর্যটির নকশা করেন ফরাসি স্থপতি ফ্রেডেরিক বার্থোলডি।

ভাস্কর্যটি তৈরির জন্য পৃথকভাবে ৩৫০টি অংশ বানানো হয়। স্টাচু অব লিবার্টির সেই অংশগুলো নিয়ে ফ্রান্স থেকে একটি জাহাজ ১৮৮৫ সালের ১৭ জুন নিউইয়র্কে পৌঁছায়। পরে পৃথক অংশগুলো একে একে যুক্ত করে পুরো ভাস্কর্যটি নির্মাণ করা হয়।১৮৮৬ সালের ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড ভাস্কর্যটি উদ্বোধন করেন। যুক্তরাষ্ট্র সরকার ১৯২৪ সালে একে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করে।

মমতাজের মৃত্যু

মমতাজ মহল—মোগল সম্রাট শাহজাহানের প্রিয়তমা স্ত্রী। মমতাজের স্মরণেই ভারতের আইকনিক স্থাপনা তাজমহল নির্মাণ করেছিলেন শাহজাহান। শাহজাহান–মমতাজের ভালোবাসার অমর নিদর্শন হয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে রয়েছে শ্বেতশুভ্র মার্বেলে নির্মিত তাজমহল। ১৬৩১ সালের ১৭ জুন চতুর্দশ সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান মমতাজ। আগ্রায় তাকে দাফন করা হয়। পরে প্রিয়তমা স্ত্রীর কবরের ওপর প্রেমের অমর ও ঐতিহাসিক স্থাপনা তাজমহল গড়ে তোলেন সম্রাট শাহজাহান।

ভারতের ঐতিহাসিক স্থাপনা তাজমহল। মোগল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মমতাজের স্মরণে তাজমহল নির্মাণ করেন
ফাইল ছবি: রয়টার্স

এক উড়োজাহাজে বিশ্বভ্রমণ

একটি উড়োজাহাজে বসে পুরো বিশ্ব ঘুরতে পারার সুবিধা প্রথম চালু হয় ১৯৪৭ সালের ১৭ জুন। মার্কিন উড়োজাহাজ সংস্থা প্যান অ্যাম এই ফ্লাইট চালু করে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লাগুয়ারদিয়া বিমানবন্দর থেকে উড়োজাহাজটি উড়াল দেয়। বিশ্ব ঘুরে সেটি ৩০ জুন একই বিমানবন্দরে ফিরে আসে। এর মধ্যে সেটি ১৭ শহরে অবতরণ করেছিল।

টেনিস তারকা ভেনাস উইলিয়ামস
ফাইল ছবি: রয়টার্স

ভেনাস উইলিয়ামসের জন্ম

বিশ্বখ্যাত টেনিস আইকন ভেনাস উইলিয়ামস। কৃষ্ণাঙ্গ মার্কিন ভেনাসকে নারী টেনিসের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় বিবেচনা করা হয়। অলিম্পিকে চারটি সোনা জেতার রেকর্ড রয়েছে তাঁর। জিতেছেন সাতটি গ্র্যান্ড স্ল্যাম। ১৯৮০ সালের এ দিনে যুক্তরাষ্ট্রে জন্ম ভেনাসের।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন