পৃথিবীর কাছ দিয়ে ছুটে যাবে বিরাট গ্রহাণু
পৃথিবী ও চাঁদের কক্ষপথের ভেতর দিয়ে শনিবার একটি গ্রহাণু ছুটে যাবে। গ্রহাণুটি একটি শহর পুরোপুরি ধ্বংস করে দিতে সক্ষম। তবে ভালো খবর হলো, এটি পৃথিবী বা চাঁদ—কোনোটিতেই আঘাত হানবে না।
বিজ্ঞানীরা গ্রহাণুটির নাম দিয়েছেন ‘২০২৩ ডিজেড২’। এটির ব্যাস ৪০ থেকে ৯০ মিটারের মধ্যে। এই আকৃতির একটি গ্রহাণু পৃথিবীর এত কাছাকাছি আসার ঘটনা বেশ বিরল। মাসখানেক আগে সেটি বিজ্ঞানীদের চোখে পড়ে।
বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রহাণুটি শনিবার চাঁদের ৫ লাখ ১৫ হাজার কিলোমিটারের মধ্য দিয়ে ছুটে যাবে। এর কয়েক ঘণ্টা পরে সেটি ৬৮ হাজার কিলোমিটার দূর থেকে পৃথিবীকে অতিক্রম করবে। এই স্বল্প দূরত্বের কারণে পুরো পৃথিবী থেকে বাইনোকুলার ও ছোটো টেলিস্কোপ দিয়ে গ্রহাণুটি দেখা যাবে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, গ্রহাণু সম্পর্কে জ্ঞান বাড়াতে জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এটি বড় একটি সুযোগ। আর ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্ল্যানেটারি ডিফেন্সের প্রধান রিচার্ড মইসলের ভাষ্যমতে, গ্রহাণুটি পৃথিবীতে আঘাত না হানলেও পৃথিবীর কাছাকাছি আসার কারণে সেটি পর্যবেক্ষণের বড় সুযোগ পাওয়া যাবে।
এদিকে ২০২৬ সালে গ্রহাণুটি আবার পৃথিবীর কক্ষপথে ফিরে আসবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তখনো সেটি পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছেন তাঁরা।