ইতিহাসের এই দিনে: এশিয়ায় প্রথম পাতালরেলপথ চালু
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৩০ ডিসেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
এশিয়ায় চালু হওয়া প্রথম পাতালরেলপথ ‘গিনজা লাইন’। জাপানের টোকিওতে এটির অবস্থান। ১৯২৭ সালের ৩০ ডিসেম্বর চালু হয় টোকিও মেট্রোর গিনজা লাইন। চালুর পরপরই দ্রুত জনপ্রিয়তা পায় এই রেলপথ। ট্রেনে চেপে এ পথে ভ্রমণ করতে তখন মানুষ দুই ঘণ্টা পর্যন্ত সারি ধরে দাঁড়িয়ে অপেক্ষা করতেন।
ছায়াপথের অস্তিত্বের প্রমাণ
সৌরজগতে ছায়াপথের অস্তিত্বের তথ্যপ্রমাণ তুলে ধরেন মার্কিন জ্যোতির্বিদ এডউইন হাবল। ১৯২৪ সালের আজকের দিনে তিনি এ-সংক্রান্ত তথ্যপ্রমাণ তুলে ধরেন।
প্রতিষ্ঠা পায় সোভিয়েত ইউনিয়ন
গত শতকের অন্যতম পরাশক্তি ছিল সোভিয়েত ইউনিয়ন। ১৯২২ সালের ৩০ ডিসেম্বর প্রতিষ্ঠা পায় সোভিয়েত ইউনিয়ন। এ জন্য রাশিয়া, ইউক্রেন, বেলারুশ এবং ট্রান্স ককেশাস অঞ্চলের দেশগুলো একটি চুক্তি সই করে। পরবর্তীকালে আরও অনেক দেশ এতে যুক্ত হয়। কৃষি, বিজ্ঞান, মহাকাশ গবেষণা, সামরিকায়নসহ নানা খাতে গত শতকের বড় একটা সময় ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়েছিল এ রাষ্ট্র। ১৯৯১ সালের ডিসেম্বর ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন।
টাইগার উডসের জন্মদিন
কিংবদন্তি মার্কিন গলফ খেলোয়াড় টাইগার উডস। দীর্ঘদিন তিনি বিশ্বের শীর্ষ গলফারের খেতাব নিজের দখলে রেখেছিলেন। আজ জনপ্রিয় এই খেলোয়াড়ের জন্মদিন। ১৯৭৫ সালের ৩০ ডিসেম্বর তাঁর জন্ম।