শান্তির জন্য চুক্তি মিসর-ইসরায়েলের, স্কেটবোর্ডে রেকর্ড
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচিত হয় অনেক কিছু। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই হয় ইতিহাসে। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৬ মার্চ। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম
মিসর–ইসরায়েলের শান্তিচুক্তি
মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে ১৯৭৯ সালের এদিন ঐতিহাসিক শান্তিচুক্তি করে মিসর ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ওয়াশিংটনে সই হয় চুক্তিটি। হাত মেলান মিসর ও ইসরায়েলের নেতারা।
শান্তি চুক্তিতে মিসরের পক্ষে দেশটির প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরায়েলের পক্ষে প্রধানমন্ত্রী মেনাচিম বেগিন সই করেন। ১৯৭৮ সালের ক্যাম্প ডেভিড চুক্তির ধারাবাহিকতায় ওয়াশিংটনে এই শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
টানা কার রেসে জয়
১৯২৭ সালের এই দিনে ইতালিতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল টানা একটি কার রেস। ‘মিলি মিগলিয়া’ নামে এই রেসে নিজেদের স্পোর্টস কার নিয়ে হাজার কিলোমিটার এলাকা ছুটতে হয়েছিল চালকদের। এতে প্রতি ঘণ্টায় কারের গতি ছিল গড়ে ৭৭ কিলোমিটার। ইতালির ব্রেসিয়া শহর থেকে শুরু হয়ে নির্ধারিত পথ ঘুরে আবারও শহরটিতে ফিরে এসে জয়ী হতে সময় লাগে ২১ ঘণ্টার বেশি।
স্কেটবোর্ডে রেকর্ড
২০১২ সালের এদিনে স্কেটবোর্ডে অনন্য রেকর্ড গড়ে মার্কিন কিশোর টম স্কেহার। টম মেগা র্যাম্প নিয়ে সফলভাবে বাতাসে তিনবার পাক দেয়। ওই সময় টমের বয়স ছিল মাত্র ১২ বছর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাড়ি টমের।
লিওনার্দো নিময়ের জন্ম
মার্কিন অভিনেতা লিওনার্দো নিময়ের জন্ম ১৯৩১ সালের এই দিনে। যুক্তরাষ্ট্রের দর্শকপ্রিয় সিরিজ স্টার ট্র্যাকে অভিনয় করে আলোচনায় এসেছিলেন এই অভিনেতা। বিজ্ঞানভিত্তিক সিরিজটি দীর্ঘদিন ধরে টিভিতে সম্প্রচারিত হয়েছিল।