প্যারিসে মেট্রোরেল চালু

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৯ জুলাই ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

প্রতিদিন অনেক মানুষ প্যারিস মেট্রো ব্যবহার করেন
ফাইল ছবি: রয়টার্স

১৯০০ সালে গ্রীষ্মকালীন অলিস্পিকের আসর বসেছিল ফ্রান্সের প্যারিসে। ওই জমকালো আয়োজন চলার সময় ১৯ জুলাই প্যারিসে চালু হয় মেট্রোরেল। প্যারিস মেট্রোর চালু হওয়া প্রথম লাইনটি শহরের পশ্চিমাঞ্চলের পোর্তে মেলতের সঙ্গে পূর্বাঞ্চলের পোর্তে দে ভিনসেন্সকে যুক্ত করে। পরবর্তী সময়ে আরও বিভিন্ন রুটে চালু হয় প্যারিস মেট্রো। এখন শহরটির অন্যতম গণপরিবহন এই মেট্রোরেল।

আরও পড়ুন

সিটি স্ক্যানের ব্যবহার শুরু

মানুষের মস্তিষ্কের ত্রিমাত্রিক ছবি তোলার সুবিধা দেয় সিটি স্ক্যান
ছবি: রয়টার্স

মানুষের মস্তিষ্কের ত্রিমাত্রিক ছবি তোলা যায় কম্পিউটেড টোমোগ্রাফি বা সিটি স্ক্যানের মাধ্যমে। রোগ নির্ণয় ও চিকিৎসাসংক্রান্ত কাজে এই প্রযুক্তি বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত। ১৯৮৩ সালের এই দিনে প্রথমবারের মতো সিটি স্ক্যানে মানুষের মস্তিষ্কের ভেতরের ছবি তোলা ও তা প্রকাশ করা হয়। সিটি স্ক্যান উদ্ভাবন করেছিলেন মার্কিন চিকিৎসক মাইকেল ডব্লিউ ভেনিয়ার ও তাঁর গবেষণা দল।

নারী অধিকার নিয়ে প্রথম সম্মেলন

সময়টা ১৮৪৮ সালের ১৯ জুলাই। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সেনেকা ফলে একটি সম্মেলন হয়েছিল। এর বিষয়বস্তু ছিল নারীর অধিকার রক্ষা। বিশ্বে নারী অধিকার নিয়ে আয়োজিত প্রথম সম্মেলন এটা।

আরও পড়ুন

সাইক্লিংয়ে আসর

ট্যুর দে ফ্রান্স—জনপ্রিয় সাইক্লিং প্রতিযোগিতার নাম। ফ্রান্সজুড়ে টানা ১৯ দিন সাইকেল চালিয়ে এই প্রতিযোগিতায় জয় পেতে হয়। ১৯০৩ সালে এর প্রথম আসর বসেছিল। ৬০ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম আসরে চ্যাম্পিয়ন হন ফরাসি সাইক্লিস্ট মুরিস গারিন। ওই আসরে মাত্র ২১ প্রতিযোগী প্রতিযোগিতার পুরো সময় টিকে থাকতে পেরেছিলেন।