ইতিহাসের এই দিনে: ওয়েস্টমিনস্টার অ্যাবের উদ্বোধন
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৮ ডিসেম্বর। চলুন দেখি, বিশ্বে এই দিনে কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
যুক্তরাজ্যের অভিজাত গির্জা ওয়েস্টমিনস্টার অ্যাবে। এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত ধর্মীয় স্থাপনার একটি। গির্জাটি এক হাজার বছরের বেশি সময় ধরে ব্রিটিশ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। লন্ডনের প্রাণকেন্দ্রে অবস্থিত ওয়েস্টমিনস্টার অ্যাবে ব্রিটিশ রাজপরিবারের নিয়ন্ত্রণাধীন। এটি প্রাচীন নির্মাণশৈলীতে সমৃদ্ধ ও অনন্য কারুকাজখচিত। কয়েকটি রাজ্যাভিষেক এবং রাজা-রানিসহ অনেক বিখ্যাত ব্যক্তির সমাধির স্মৃতি বুকে ধারণ করে আছে এ স্থাপনা।
দেখা মেলে নেপচুনের
সৌরজগতের দূরবর্তী গ্রহ নেপচুন। ১৬১২ সালের ২৮ ডিসেম্বর প্রথমবারের মতো কোনো মানুষ নেপচুন গ্রহের দেখা পান। গ্রহটি প্রথমবারের মতো দেখেছিলেন ইতালির জ্যোতির্বিদ গ্যালিলিও গ্যালিলি। তবে সেটিকে নেপচুন হিসেবে শনাক্ত করতে পারেননি তিনি। ভেবেছিলেন, সেটা কোনো তারা।
থালাবাসন পরিষ্কারের যন্ত্র আবিষ্কার
সময়টা ১৮৮৬ সালের ২৮ ডিসেম্বর, মার্কিন উদ্ভাবক জোসেফঅইন কোচরান নতুন একটি যন্ত্রের পেটেন্ট নেন। তাঁর আবিষ্কার করা যন্ত্রটি নোংরা বাসন নিজে নিজে পরিষ্কার করতে পারত।
স্টান লির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্রের খ্যাতনামা লেখক ও প্রকাশক স্টান লি। কমিক বই প্রকাশ করে খ্যাতি পেয়েছিলেন তিনি। তাঁর হাত ধরে আলোচিত সুপারহিরো চরিত্র ‘স্পাইডার-ম্যান’, ‘এক্স-ম্যান’ আলোর মুখ দেখেছে। আজ স্টান লির জন্মদিন। ১৯২২ সালের এই দিনে তাঁর জন্ম।