ইতিহাসের এই দিনে: সোভিয়েত ইউনিয়নে মহাকাশ স্টেশন চালু
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২০ ফেব্রুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
সময়টা ১৯৮৬ সালের ২০ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ‘মির’ নির্মাণে প্রথম মডিউল উৎক্ষেপণ করে সোভিয়েত ইউনিয়ন। পরে আরও ছয়টি মডিউল যুক্ত হয়। পুরো স্টেশনের নির্মাণকাজ শেষ হতে ১০ বছর সময় লাগে।
মারা যান আওরঙ্গজেব
ষষ্ঠ মোগল সম্রাট আওরঙ্গজেব। টানা ৪৯ বছর ক্ষমতায় থাকার পর ১৭০৭ সালের ২০ ফেব্রুয়ারি মারা যান তিনি। তাঁকে অন্যতম সফল একজন মোগল শাসক ধরা হয়। আওরঙ্গজেবের আমলে ভারতীয় উপমহাদেশজুড়ে বিস্তার ঘটে মোগল শাসনের। তবে আওরঙ্গজেব ছিলেন সর্বশেষ সফল মোগল সম্রাট।
ক্যানবেরার নির্মাণ শুরু
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। ১৯১৩ সালের ২০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে রাজধানী ক্যানবেরার নির্মাণকাজ শুরু হয়।
রিয়ান্নার জন্মদিন আজ
রিয়ান্না—জনপ্রিয় পপতারকা। গান লেখা, সুর করা এবং গান গাওয়া সব কাজে দারুণ সফল তিনি। সেই সঙ্গে ব্যবসায় বেশ সুনাম কুড়িয়েছেন এ শিল্পী। রিয়ান্নার জন্মদিন আজ। ১৯৮৮ সালের ২০ ফেব্রুয়ারি তাঁর জন্ম।