ইউক্রেনীয় নাৎসির প্রশংসা করে ক্ষমা চাইলেন কানাডার স্পিকার
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীর হয়ে কাজ করা এক সেনার প্রশংসা করে সমালোচনার মুখে পড়েছিলেন কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমনসের স্পিকার অ্যান্থনি রোটা। শেষমেশ ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন তিনি। গত শুক্রবার কানাডার পার্লামেন্টে এ ঘটনা ঘটে। ওই দিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টে উপস্থিত ছিলেন।
পার্লামেন্টের বিশেষ অধিবেশনে দর্শকসারিতে বসে ছিলেন ৯৮ বছর বয়সী ইউক্রেনের নাগরিক ইয়ারোস্লাভ হানকা। তাঁকে ইউক্রেন ও কানাডার বীর হিসেবে ভূয়সী প্রশংসা করেন স্পিকার অ্যান্থনি রোটা। তিনি যে ভূমিকা রেখেছেন, তার জন্য হানকাকে পার্লামেন্ট সদস্যদের সামনে ধন্যবাদ জানান স্পিকার।
কানাডাভিত্তিক ইহুদি মানবাধিকার সংস্থা দ্য ফ্রেন্ডস অব সাইমন উইয়েসেন্থাল সেন্টার এ ঘটনায় স্পিকারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানায়। তারা বলে, ইয়ারোস্লাভ হানকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের আধা সামরিক বাহিনী সুটংসটাফেলের ১৪ ওয়াফেন গ্রেনাডিয়ার ডিভিশনের সদস্য ছিলেন। তারা আরও জানায়, এ বিষয়ে তাদের কাছে পর্যাপ্ত তথ্যপ্রমাণ আছে।
কানাডার পার্লামেন্টে হাততালি দিয়ে যখন হানকার বীরোচিত ভূমিকার স্বীকৃতি দেওয়া হচ্ছিল, তাতে প্রেসিডেন্ট জেলেনস্কি ও প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও যোগ দিয়েছিলেন। তবে এ ঘটনার দায়ভার নিজের ঘাড়ে নিয়েছেন অ্যান্থনি রোটা।
এক বিবৃতিতে হাউস অব কমনসের স্পিকার অ্যান্থনি রোটা বলেন, ‘পরবর্তী সময়ে আমি কিছু তথ্য সম্পর্কে সচেতন হয়েছি, যা আমার বক্তব্যের জন্য অনুশোচনা করতে বাধ্য করেছে। কানাডাসহ বিশ্বের সব ইহুদি সম্প্রদায়ের কাছে আমি গভীরভাবে ক্ষমাপ্রার্থী।’
রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে সহায়তা করায় কানাডাকে ধন্যবাদ জানাতে দেশটিতে যান ভলোদিমির জেলেনস্কি। অ্যান্থনি রোটা বলেন, কানাডার পার্লামেন্ট সদস্য কিংবা ইউক্রেনের প্রতিনিধিদল, কেউই তাঁর বক্তব্যের বিষয়ে অবগত ছিল না।
ওই দিন পার্লামেন্টে জেলেনস্কির ভাষণের পর হানকার প্রশংসার ওই কাণ্ড ঘটিয়েছিলেন স্পিকার অ্যান্থনি রোটা। সে সময় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করায় দর্শকসারিতে থাকা হানকার প্রশংসা করেন তিনি।
শুধু প্রশংসাই নয়, স্পিকারের বক্তব্যের পর পার্লামেন্টে উপস্থিত সবাই দাঁড়িয়ে দুই দফা হাততালি দেন ইয়ারোস্লাভ হানকার সম্মানে।