পৃথিবীর উষ্ণতম দিন ২২ জুলাই
এক দিনের মাথায় পৃথিবীর উষ্ণতম দিনের রেকর্ড ভেঙেছে গত সোমবার ২২ জুলাই। এর আগের দিন অর্থাৎ, রোববার (২১ জুলাই) বিশ্বের উষ্ণতম দিনের নতুন রেকর্ড হয়।
ইউরোপিয়ান ক্লাইমেট চেঞ্জ সার্ভিস এ তথ্য জানায়। তাদের তথ্য অনুযায়ী, রোববারের তাপমাত্রার রেকর্ড (১৭.০৯ ডিগ্রি সেলসিয়াস) ভেঙে সোমবার ০.০৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি হয়েছে। কোপার্নিকাসের প্রাথমিক তথ্যে দেখা গেছে, সোমবার বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১৭.১৫ ডিগ্রি সেলসিয়াস বা ৬২.৮৭ ডিগ্রি ফারেনহাইট। এই সপ্তাহের আগে গড়া রেকর্ডটি ছিল এক বছর আগের। তার আগে ২০১৬ সালের গড় তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস বা ৬২.২৪ ডিগ্রি ফারেনহাইট।
১৯৪০ সাল থেকে কোপার্নিকাসের রেকর্ড রাখা শুরু হয়। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকারের তাপমাত্রা পরিমাপ ও রেকর্ড রাখা শুরু হয় আরও আগে, ১৮৮০ সালে।
বিজ্ঞানীরা বলছেন, গত বছরের রেকর্ড ছিল আমাদের গ্রহের প্রায় ১ লাখ ২০ হাজার বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম। ২০২৪ সালের প্রথম ছয় মাসে সেই রেকর্ডও ভেঙে গেল।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও রাশিয়ার বিশাল অংশ তাপপ্রবাহে পুড়েছে। গত বছর ৩ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত টানা চার দিন রেকর্ড ভাঙতে দেখা যায়। এর পেছনে জলবায়ু পরিবর্তন, জীবাশ্ম জ্বালানি পোড়ানো ও উত্তর গোলার্ধজুড়ে চরম তাপের কারণকে চিহ্নিত করেন বিজ্ঞানীরা।
কোপার্নিকাসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জুন থেকে টানা আগের বছরগুলোর সংশ্লিষ্ট মাসের তুলনায় তাপমাত্রা বেড়েছে।