ইতিহাসের এই দিনে: স্বত্ব পায় ‘ড্রিংকিং স্ট্র’

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৩ জানুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

ড্রিংকিং স্ট্রপ্রতীকী ছবি: রয়টার্স

সময়টা ১৮৮৮ সালের ৩ জানুয়ারি। এদিন মার্কিন উদ্ভাবক মারভিন স্টোন তাঁর উদ্ভাবিত ‘ড্রিংকিং স্ট্র’র স্বত্ব (পেটেন্ট) পান। মারভিন শক্ত কাগজ গোল করে ওই স্ট্র বানিয়েছিলেন। তাঁর এই উদ্ভাবন পরবর্তী সময়ে জনপ্রিয় হয়ে ওঠে।

আরও পড়ুন

বাজারে আসে ইলেকট্রিক ঘড়ি

হ্যামিলটন ইলেকট্রিক ৫০০। বিশ্বের প্রথম ইলেকট্রিক ঘড়ি। ১৯৫৭ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের বাজারে আসে এ ঘড়ি। এটিতে বারবার ব্যাটারি পরিবর্তনের দরকার হতো।  

আরও পড়ুন

সম্রাটের শাসনে জাপান

টোকিওর রাজপ্রাসাদের সামনে দর্শনার্থীরা
ফাইল ছবি: রয়টার্স

১৮৬৮ সালের ৩ জানুয়ারি। সম্রাট মেইজি ঘোষণা দেন, জাপান সরাসরি সম্রাটের শাসনে ফিরবে। এর মধ্য দিয়ে দীর্ঘ সাত শতক পর সম্রাটের শাসন ফেরে দেশটিতে। ওই সাত শতক দেশটির নিয়ন্ত্রণ ছিল যুদ্ধবাজদের হাতে, যাঁরা ‘শোগুন’ নামে পরিচিত ছিলেন।

আরও পড়ুন

চাঁদের দূরবর্তী অংশে চীন

চীনের চন্দ্রাভিযানের জন্য উল্লেখযোগ্য দিন ২০১৯ সালের ৩ জানুয়ারি। চাঁদের যে অংশটি পৃথিবী থেকে সবচেয়ে দূরে, সেই স্থানে প্রথমবারের মতো রোবটচালিত মহাকাশযান (ল্যান্ডার) নামাতে সক্ষম হয় দেশটি।

আরও পড়ুন
আরও পড়ুন