জুলাই ছিল উষ্ণতম মাস, জানাল কোপারনিকাস
চলতি বছরের জুলাই ছিল বিশ্বের বুকে সবচেয়ে উষ্ণতম মাস। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ুবিষয়ক পর্যবেক্ষণ সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।
কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস বলছে, ২০১৯ সালের জুলাই মাসে বিশ্বের সর্বোচ্চ গড় তাপমাত্রা ১৬ দশমিক ৬৩ ডিগ্রি (৩২ ডিগ্রি ফারেনহাইট) রেকর্ড করা হয়েছিল। তবে গত মাসে এর চেয়েও শূন্য দশমিক ৩৩ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা ছিল।
জুলাইয়ে বিশ্বজুড়ে দাবদাহ ছিল উল্লেখ করে ইইউর জলবায়ুবিষয়ক পর্যবেক্ষণ সংস্থাটি আরও বলেছে, চলতি বছরের জুলাই মাসটি ১৯৯১ থেকে ২০২০ সাল পর্যন্ত সব জুলাই মাসের তুলনায় শূন্য দশমিক ৭২ ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ ছিল।
কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের উপপরিচালক সামান্থা বার্জেস বলেন, ‘আমরা গত জুলাই মাসে বৈশ্বিক বায়ুমণ্ডল ও মহাসাগরের পৃষ্ঠের রেকর্ড তাপমাত্রার সাক্ষী হলাম। এই রেকর্ড তাপমাত্রা মানুষ ও এই গ্রহ উভয়ের জন্য খারাপ পরিণতি ডেকে আনবে।’
গত ১৮ শতকের শেষের দিক থেকে এ পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা প্রায় ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এর প্রধান প্রধান কারণের মধ্যে রয়েছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। এতে করে তাপপ্রবাহের মাত্রা ও সংখ্যা দুই–ই বেড়েছে। পাশাপাশি আবহাওয়া চরম আকার ধারণ করেছে—বাড়ছে ঝড় ও বন্যা।
এর আগে জুলাই মাসের শেষের দিকে কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস ও জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছিল, জুলাইয়ের প্রথম ২৩ দিনের গড় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯৫ ডিগ্রি সেলসিয়াস। আর ৬ জুলাই ছিল বিশ্বের উষ্ণতম দিন।