নবজাতকদের রক্ষায় এগিয়ে এসেছিলেন তাঁরা
তুরস্ক ও সিরিয়ায় যখন ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, তখন অনেকেই ভবন ছেড়ে বের হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তুরস্কের গাজিয়ানতেপের একটি হাসপাতালের দুজন নার্স তখন নিজেদের কথা একদমই ভাবেননি। তাঁরা হাসপাতালের নবজাতক ওয়ার্ডে গিয়ে সেখানে থাকা শিশুদের রক্ষার চেষ্টা করেছেন। সেই ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে। সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গাজিয়ানতেপের হাসপাতালের ওই দুই নার্স হলেন দেভলেত নিজাম ও গাজওয়াল কালিসকান। ভিডিওতে দেখা যায়, গত সোমবার ভূমিকম্প শুরু হওয়ার পর ভবন ছাড়ার বদলে তাঁরা নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে ঢোকেন। এ সময় প্রচণ্ড কম্পনে সবকিছু দুলতে শুরু করে। যেসব ইনকিউবেটরে শিশু রাখা ছিল, সেগুলো নড়তে শুরু করে। এ সময় তাঁরা এগুলো ঠিক রাখার জন্য চেষ্টা চালিয়ে যান। ইনকিউবেটর যাতে নড়াচড়া না করে, সে জন্য তাঁরা সেগুলো জাপটে ধরে রাখেন। এতে ইনকিবেউটরগুলো রক্ষা পায়। ওই দুই নার্সের প্রচেষ্টার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছে।
তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর আরও কয়েকটি শক্তিশালী পরাঘাত হয়। এ ভূমিকম্প ইতিমধ্যেই এ শতকের সপ্তম মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে তালিকায় উঠে এসেছে। ভূমিকম্পে গতকাল রোববার নাগাদ নিহত মানুষের সংখ্যা ৩১ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে।