ইতিহাসের এই দিনে: পানির নিচে প্রথম রেল টানেল চালু
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৯ অক্টোবর। চলুন দেখি, বিশ্বে এই দিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
মারমারে রেল টানেল তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত। বসফরাস প্রণালির নিচ দিয়ে নির্মিত এই টানেল এশিয়া ও ইউরোপকে যুক্ত করেছে। ২০১৩ সালের ২৯ অক্টোবর টানেলটি চালু করা হয়। পানির নিচ দিয়ে নির্মাণ করা বিশ্বের প্রথম রেল টানেল ছিল এটি।
ব্যাবিলনে পৌঁছান শাসক সাইরাস
সাইরাস দ্য গ্রেট—বিশ্বখ্যাত একজন শাসক। তিনি প্রতিষ্ঠা করেছিলেন একেমেনিড সাম্রাজ্য। সাইরাস ৫৩৯ খ্রিষ্টপূর্বাব্দের এ দিনে ব্যাবিলন (বর্তমানে ইরাকের বাগদাদ) পৌঁছান। এর আগে ব্যাবিলন জয় করেন তিনি। পরে ৫৫ লাখ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়েছিল সাইরাসের সাম্রাজ্য।
টেনসেন্টের প্রতিষ্ঠাতার জন্মদিন
চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্টের প্রতিষ্ঠাতাদের একজন মা হুয়াতেং। সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম উইচ্যাটের কারণে প্রতিষ্ঠানটি সাড়া ফেলেছে। উইচ্যাট ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটির বেশি। আজ মা হুয়াতেংয়ের জন্মদিন। ১৯৭১ সালের ২৯ অক্টোবর তাঁর জন্ম।
অলিম্পিকে অনন্য কীর্তি
জার্মান–আমেরিকান অ্যাথলেট জর্জ এসার ছোটবেলায় ট্রেনে কাটা পড়ে পা হারান। তবে এ দুর্ঘটনা তাঁকে দমাতে পারেনি। ১৯০৪ সালের যুক্তরাষ্ট্রের মিসৌরিতে আয়োজিত অলিম্পিকে অংশ নেন তিনি। ২৯ অক্টোবর এক দিনে ছয়টি পদক জিতে অনন্য নজির গড়েন তিনি। এর মধ্যে তিনটি পদক ছিল সোনার।