ভরদুপুরে হঠাৎ যেন নেমে এল সন্ধ্যা

প্রখর সূর্য ধীরে ধীরে হারিয়ে গেল চাঁদের আড়ালে। ভরদুপুরে হঠাৎ যেন নেমে এল সন্ধ্যা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের এমনই রূপ দেখা গেছে উত্তর আমেরিকার নির্দিষ্ট কিছু স্থান থেকে। বিরল এ ঘটনা দেখতে মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনার কমতি ছিল না। লাখ লাখ মানুষ সোমবার ভিড় করেছিলেন যুক্তরাষ্ট্র ও কানাডার শহরগুলোতে। শিশু থেকে বৃদ্ধ—সূর্যগ্রহণের সাক্ষী হতে বিশেষ চশমাসহ নানা যন্ত্রপাতি নিয়ে হাজির ছিলেন সবাই। পাশাপাশি নাচগানসহ নানা আয়োজনও করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে গণবিয়েও।  

১ / ১২
ধীরে ধীরে সূর্যকে গ্রাস করে চাঁদ। পরে আবার আড়াল থেকে বেরিয়ে আসে সূর্য। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ব্লুমিংটন শহর থেকে তোলা সাতটি ছবি একত্র করে পুরো বিষয়টি তুলে ধরা হয়েছে
ছবি: এএফপি
২ / ১২
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের রকফেলার সেন্টারের ওপর থেকে আংশিক সূর্যগ্রহণ দেখছেন লোকজন। নিউইয়র্ক থেকে ৯০ শতাংশ সূর্যগ্রহণ দেখা গেছে।
ছবি: এএফপি
৩ / ১২
সূর্যগ্রহণ উপলক্ষে যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যে আয়োজন করা হয় গণবিয়ের। বিয়ের অনুষ্ঠান থেকে সূর্যগ্রহণ উপভোগ করছেন এক দম্পতি
ছবি: এএফপি
৪ / ১২
চাঁদের আড়ালে ঢেকে গেছে সূর্য। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের মার্টিন শহর থেকে দেখা যায় এ দৃশ্য
ছবি: এএফপি
৫ / ১২
সূর্যগ্রহণ উপভোগ করে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি স্কুলের শিক্ষার্থীরা।
ছবি: রয়টার্স
৬ / ১২
টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে উড়োজাহাজে তোলার আগে দুই কুকুরকে পরানো হয়েছে চশমা।
ছবি: এএফপি
৭ / ১২
রকফেলার সেন্টার থেকে সূর্যগ্রহণ দেখছেন এক নারী।
ছবি: এএফপি
৮ / ১২
মেইন অঙ্গরাজ্যের একটি শহরে সূর্যগ্রহণ দেখছে একটি পরিবার
ছবি: এএফপি
৯ / ১২
আংশিক সূর্যগ্রহণের শুরু থেকে শেষ। ওয়াশিংটন মনুমেন্টের ওপর চিত্রটি তৈরি করা হয়েছে একাধিক ছবির সমন্বয়ে
ছবি: এএফপি
১০ / ১২
ওয়াশিংটন মনুমেন্টের কাছ থেকে সূর্যগ্রহণ উপভোগ
ছবি: এএফপি
১১ / ১২
চাঁদের আড়াল থেকে উঁকি দিচ্ছে সূর্য
ছবি: এএফপি
১২ / ১২
ওয়াশিংটন মনুমেন্টের পাশে সবাই সূর্যগ্রহণের ছবি তোলায় ব্যস্ত।
ছবি: এএফপি