গাজায় ২৪ ঘণ্টায় অন্তত ১৩২ জন নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা আজ মঙ্গলবার ১০২তম দিনে গড়িয়েছেছবি: এএফপি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় অন্তত ১৩২ জন নিহত হয়েছে। আহত দুই শতাধিক। গতকাল সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলের নির্বিচার হামলার ১০২তম দিন আজ মঙ্গলবার। এ সময়ে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ২৪ হাজার ১০০। নিহত ফিলিস্তিনিদের প্রায় সাড়ে ১০ হাজারই শিশু। আহত ৬০ হাজার ৮০০ জনের বেশি।

গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১৩২ জনের লাশ উপত্যকার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। এ ছাড়া গাজার হাসপাতালগুলোতে অন্তত ২৫২ জন আহত ব্যক্তি এসেছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল এক ফেসবুক পোস্টে বলে, হামলার শিকার অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে আছে। অনেকে সড়কে পড়ে আছে, অ্যাম্বুলেন্সে আছে। গাজার বেসামরিক প্রতিরক্ষাকর্মীরা ভুক্তভোগীদের কাছে পৌঁছাতে পারেননি।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও গাজার শাসকগোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে ব্যাপক হামলা চালায়। জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল।