ইতিহাসের এই দিনে: প্রথমবার রেডিও সম্প্রচার

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৩ জানুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

একটি রেডিও স্টেশনের স্টুডিওপ্রতীকী ছবি: রয়টার্স

সময়টা ১৯১০ সালের ১৩ জানুয়ারি, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো শ্রোতাদের জন্য রেডিও সম্প্রচার করা হয়। ওই দিন মেট্রোপলিটন অপেরা হাউস থেকে একটি লাইভ শো সম্প্রচার হয়।

আরও পড়ুন

‘ভুল’ সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে ২০১৮ সালের ১৩ জানুয়ারি ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা দেওয়া হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। পরে জানানো হয় জনগণকে ভুল করে এই বার্তা দেওয়া হয়েছিল।

কায়াক
প্রতীকী ছবি: রয়টার্স

কায়াকে সাগর পাড়ি

অস্ট্রেলিয়ার জেমস ক্যাস্ট্রিসিয়ন ও জাস্টিন জোনস অনন্য একটি কীর্তি গড়েছেন। ২০০৮ সালের ১৩ জানুয়ারি তাঁরা দুজন দুই আসনের ছোট্ট একটি কায়াক নিয়ে সাগর পাড়ি দিয়ে নিউজিল্যান্ডের উপকূলে পৌঁছান। অস্ট্রেলিয়া থেকে যাত্রা করে ৩ হাজার ২০০ কিলোমিটার বা প্রায় ২ হাজার মাইল পাড়ি দেন তাঁরা। সময় লাগে ৬২ দিন। এর মধ্য দিয়ে কায়াকে চেপে সাগরে সবচেয়ে লম্বা পথ পাড়ি দেওয়ার রেকর্ড গড়েন দুজন।

আরও পড়ুন

স্বত্ব পায় ইলেকট্রিক ডেন্টাল ড্রিলিং

দন্ত চিকিৎসকদের ব্যবহারের জন্য আবিষ্কার করা হয় ইলেকট্রিক ডেন্টাল ড্রিলিং মেশিন। ১৮৭১ সালের ১৩ জানুয়ারি এই যন্ত্র পেটেন্ট বা স্বত্ব পায়। মার্কিন দন্ত চিকিৎসক ও উদ্ভাবক জর্জ গ্রিন এ যন্ত্র আবিষ্কার করেছিলেন।

আরও পড়ুন