ইতিহাসের এই দিনে: প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বেনজির
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২ ডিসেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
বেনজির ভুট্টো পাকিস্তানের রাজনীতিক ও সাবেক প্রধানমন্ত্রী। ১৯৮৮ সালের ২ ডিসেম্বর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বেনজির। এর মধ্য দিয়ে ইতিহাস গড়েন তিনি। কেননা পাকিস্তানের ইতিহাসে বেনজির প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র নারী সরকারপ্রধান। দুই মেয়াদে পাঁচ বছরের বেশি সময় ক্ষমতায় ছিলেন বেনজির।
জয়ী হন নেপোলিয়ন
এখনকার চেচনিয়ায় রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়েছিলেন ফরাসি জেনারেল নেপোলিয়ন। ১৮০৫ সালের এই দিনে ওই যুদ্ধে জয়ী হন তিনি। যুদ্ধে অস্ট্রিয়া ও রাশিয়ার ৯০ হাজার সেনা ছিল। আর নেপোলিয়নের সঙ্গে ছিল ৬৮ হাজার সেনা। এরপরও কৌশলের জেরে যুদ্ধে জিতেছিলেন তিনি।
বাক্স্বাধীনতায় প্রথম আইন
১৭৬৬ সালের ২ ডিসেম্বর সুইডেনের পার্লামেন্টে একটি আইন পাস হয়। এ আইনে বাক্স্বাধীনতা নিশ্চিত করার কথা বলা হয়। বিশ্বে সুইডেনই প্রথম বাক্স্বাধীনতা নিশ্চিতে আইন পাস করে।
মহাকাশে পিৎজা পার্টি
পিৎজা বিশ্বে জনপ্রিয় একটি খাবার। ২০১৭ সালের ২ ডিসেম্বর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বসে পিৎজা পার্টি। অংশ নেন নভোচারীরা।
ইন্দ্র লাল রায়ের জন্মদিন
ভারতীয় পাইলট ইন্দ্র লাল রায়ের জন্মদিন আজ। ১৮৯৮ সালের ২ ডিসেম্বর তাঁর জন্ম। ইন্দ্র লাল একমাত্র ভারতীয় পাইলট, যিনি প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন।