সবচেয়ে দামি জুতার দাম কত হতে পারে

এক জোড়া জুতার দাম প্রায় দুই কোটি মার্কিন ডলার। চোখ ছানাবড়া হলেও এমন আরও কিছু জুতা রয়েছে, যেগুলো কিনতে আপনাকে এই পরিমাণ অর্থ বা এর কাছাকাছি অর্থ খরচ করতে হবে। এসব জুতার হিল তৈরি হয় খাঁটি সোনা দিয়ে। জুতার গায়ে লাগানো থাকে হীরা-জহরত। এসব জুতা যেন বিলাসিতাকে নতুন করে সংজ্ঞায়িত করেছে। তবে নানা ঘটনার সঙ্গে সম্পর্কের কারণে সাধারণ এক জোড়া জুতাও দামি হয়ে ওঠে। জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে দামি ১০ জুতা সম্পর্কে।

মুনস্টার সুজ

এটি বিশ্বের সবচেয়ে দামি জুতা
ফাইল ছবি: এএফপি

ইতালির ডিজাইনার অ্যান্তোনিও ভিয়েত্রির তৈরি করা ‘মুনস্টার সুজ’ বিশ্বের সবচেয়ে দামি জুতা। এটির দাম ১ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার। ২০১৯ সালে দুবাইয়ে একটি ফ্যাশন উইকে প্রথম এই জুতা প্রদর্শন করা হয়। উঁচু হিলের এই জুতার হিল খাঁটি সোনা দিয়ে তৈরি করা হয়েছে। সেটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ৩০ ক্যারেট হীরা। তার ওপর এই জুতা তৈরিতে কিছু বিরল ও ব্যতিক্রমী উপাদানও ব্যবহার করা হয়েছে। যেমন ১৫৭৬ সালে আর্জেন্টিনায় পাওয়া একটি উল্কাপিণ্ডের টুকরা এতে রয়েছে। এসব কারণে এই জুতার দাম এত বেশি। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার প্রতি সম্মান দেখাতে এই জুতা তৈরি করা হয়েছে।

প্যাশন ডায়মন্ড সুজ

সোনা দিয়ে তৈরি এই জুতা জোড়ায় প্রায় ২৪০টি হীরা বসানো আছে
ফাইল ছবি: এএফপি

বিশ্বের দ্বিতীয় শীর্ষ দামি জুতা ‘প্যাশন ডায়মন্ড সুজ’, এর নকশা করেছেন জাদা দুবাইয়ের সহপ্রতিষ্ঠাতা মারিয়া মাজারি এবং প্যাশন জুয়েলার্সের সিইও হেমান্ত করমচন্দনী। সোনা দিয়ে তৈরি জুতায় প্রায় ২৪০টি হীরা বসানো আছে। সেগুলোর মধ্যে দুটি হীরা ১৫ ক্যারেট ওজনের। প্যাশন ডায়মন্ড সুজের দাম ১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

ডেবি উইংহাম হিল

উঁচু হিলের এই জুতা বাজারে আসে ২০১৭ সালে। যুক্তরাজ্যের ডিজাইনার ডেবি উইংহাম ফ্লোরিডার শিল্পী ক্রিস ক্যাম্পবেলের সঙ্গে মিলে এই জুতার নকশা করেন। দুবাইয়ের একটি পরিবার জন্মদিনের উপহার হিসেবে ১ কোটি ৫১ লাখ ডলারে এই জুতা কিনে নেয়। ওই ক্রেতার পরিচয় পাওয়া যায়নি। এই জুতার হিলও দামি রত্নখচিত।

প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের দিকে ছোড়া জুতা

শুধু সোনা দিয়ে তৈরি আর দামি রত্নখচিত হলেই জুতার দাম বাড়ে না। কখনো কখনো বিরল কোনো ঘটনার সঙ্গে জড়িত থাকার কারণেও সাধারণ জুতা দামি হয়ে যায়। যেমন ইরাকের সাংবাদিক মুন্তাজার আল-জাইদির জুতা। ২০০৮ সালের ১৪ ডিসেম্বর ইরাকের রাজধানী বাগদাদে একটি সংবাদ সম্মেলন চলাকালে সেখানে উপস্থিত মুন্তাজার নিজের পা থেকে একটি জুতা খুলে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের দিকে ছুড়ে মেরেছিলেন।
২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মুন্তাজার ওই কাজ করেছিলেন। ওই ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। আরব বিশ্বে রীতিমতো নায়ক বনে গিয়েছিলেন মুন্তাজার। যদিও এ কাণ্ডের জন্য তাঁকে ছয় মাস কারাভোগ করতে হয়েছিল। সৌদি আরবের এক ব্যক্তি মুন্তাজারের ওই জুতা এক কোটি ডলারে কিনে নেন। জুতাটি তুরস্কের কোনো কোম্পানির তৈরি বলে ধারণা করা হয়।

হ্যারি উইনস্টন রুবি স্লিপার

‘দ্য উইজার্ড অব অজ’ মুক্তির ৫০তম বার্ষিকীতে এই সিনেমার প্রতি সম্মান জানাতে ১৯৮৯ সালে ‘দ্য হ্যারি উইনস্টন রুবি স্লিপার’ তৈরি করা হয়। তবে সিনেমায় হলিউডের কিংবদন্তি অভিনেত্রী জুডি গারল্যান্ড যে রুবি স্লিপার পরেছিলেন, এটি সেটি থেকে আলাদা। সিনেমার স্লিপারটি লাল রঙের সিকুয়েন্স দিয়ে তৈরি ছিল। আর হ্যারি উইনস্টনের রুবি স্লিপার ১ হাজার ৩৫০ ক্যারেট রুবি ও ৫০ ক্যারেট হীরা দিয়ে তৈরি। এক জোড়া রুবি স্লিপারে ৪ হাজার ৬০০টি রুবি বসাতে ২ মাস সময় লেগেছে। এই স্লিপারের দাম ৩০ লাখ মার্কিন ডলার।

রিটা হেওয়ার্থ হিল

যুক্তরাষ্ট্রের নামকরা জুতার ডিজাইনার স্টুয়ার্ট ওয়েৎসম্যানের নকশা করা একটি জুতা বিশ্বের সবচেয়ে দামি জুতার তালিকায় ৬ নম্বরে রয়েছে। হলিউডের কিংবদন্তি অভিনেত্রী রিটা হেওয়ার্থকে সম্মান জানাতে ওয়েৎসম্যান এই জুতা তৈরি করেন। জুতায় হেওয়ার্থের নিজের একটি কানের দুল ব্যবহার করা হয়েছে। জুতাটির বর্তমান মালিক হেওয়ার্থের মেয়ে প্রিন্সেস ইয়াসমিন আগা খান।

মাইকেল জর্ডানের ১৯৯৮ এনবিএ ফাইনাল স্নিকার

নিলামে মাইকেল জর্ডানের এই জুতাটি ২২ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়
ফাইল ছবি: এএফপি

১৯৯৮ সালে এনবিএ চ্যাম্পিয়নশিপের ফাইনালে কালো ও লাল রঙের এই স্নিকার পরেছিলেন কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডান। পরে নিলামে জুতাটি ২২ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়।

সিন্ডারেলা স্লিপার

এই জুতা পরে ২০০৪ সালে অস্কারে গিয়েছিলেন গায়িকা অ্যালিসন ক্রাউস।
এক্স একাউন্ট থেকে নেওয়া ছবি

বিশ্বের সবচেয়ে দামি জুতার তালিকায় স্টুয়ার্ট ওয়েৎসম্যানের নকশা করা আরেকটি জুতা স্থান পেয়েছে। তাঁর তৈরি সিন্ডারেলা স্লিপার পরে ২০০৪ সালে অস্কারে গিয়েছিলেন গায়িকা অ্যালিসন ক্রাউস।

তানজানাইট হিল

স্টুয়ার্ট ওয়েৎসম্যানের তানজানাইট হিলও সবচেয়ে দামি জুতার তালিকায় স্থান পেয়েছে। এই জুতা ১৮৫ ক্যারেট তানজানাইট এবং ২৮ ক্যারেট হীরা দিয়ে তৈরি। দাম ২০ লাখ মার্কিন ডলার।

১০

টম ফোর্ড কাস্টম সুজ

ডিজাইনার জেসন আরশেবেন মার্কিন কৌতুক অভিনেতা নিক ক্যাননের জন্য এই জুতা তৈরি করেছেন। হাতে তৈরি এই জুতায় সাদা সোনা ব্যবহার করা হয়েছে। সেটির ওপর লাগানো আছে ১৪ হাজারের বেশি গোলাকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র হীরা। সেগুলোর মোট ওজন ৩৪০ ক্যারেট হবে। এক বছর ধরে প্রায় দুই হাজার ঘণ্টা শ্রমের বিনিময়ে তৈরি হয় এমন এক জোড়া জুতা। দাম ২০ লাখ মার্কিন ডলার।
তথ্যসূত্র: ফোর্বস