ইউক্রেন নিয়ে সমঝোতা আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া: পুতিন
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধে সম্পৃক্ত সব পক্ষের সঙ্গে সমঝোতা আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে। কিন্তু ইউক্রেন ও তার পশ্চিমা মদদদাতারা আলোচনায় বসার প্রস্তাব নাকচ করছে।
আজ রোববার আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন রোশিয়া ১-এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। সাক্ষাৎকারটি রোববার দিনের শেষ ভাগে সম্প্রচার করা হবে। তার আগে পাওয়া অংশ বিশেষ থেকে খবর প্রকাশ করেছে আল–জাজিরা।
সাক্ষাৎকারে পুতিন বলেছেন, ‘গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমঝোতার জন্য আমরা প্রস্তুত। কিন্তু এটা তাদের ওপর নির্ভর করছে। সমঝোতার বিষয়টি আমরা নাকচ করছি না, তারা করছে।’
রাশিয়া ঠিক পথেই এগোচ্ছে বলে মনে করেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, ‘আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য লড়াই করছি, আমাদের নাগরিকদের ও জনগণের স্বার্থের সুরক্ষায় লড়ছি। জনগণকে রক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’
পশ্চিমারা রাশিয়াকে বিচ্ছিন্ন করতে চাইছে বলে উল্লেখ করেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘আমাদের ভূরাজনৈতিক প্রতিপক্ষগুলোর নীতির কেন্দ্রে রয়েছে রাশিয়াকে বিচ্ছিন্ন করা। তারা সব সময় আমাদের বিভক্ত ও শাসন করতে চেয়েছে। আমাদের লক্ষ্য ভিন্ন–রাশিয়ার জনগণকে ঐক্যবদ্ধ করা।’
যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা দিচ্ছে, সেটা ধ্বংস করার ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, তিনি শতভাগ আত্মবিশ্বাসী যে তাঁর সেনারা পেন্টাগনের সবচেয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করতে পারবে। যে প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেনকে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
‘অবশ্যই, আমরা এটা ধ্বংস করব, ১০০ ভাগ!’, বলেন তিনি।