২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ইতিহাসের এই দিনে: মহাত্মা গান্ধীর জন্মদিন

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২ অক্টোবর। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

মহাত্মা গান্ধীর প্রতিকৃতি
ছবি: রয়টার্স

ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা মোহনদাস করমচাঁদ গান্ধী। মহাত্মা গান্ধী নামে তিনি পরিচিত। ১৮৬৯ সালের ২ অক্টোবর ভারতে জন্ম নেন তিনি। ব্রিটিশদের বিরুদ্ধে অহিংস আন্দোলন করা এবং ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে বিদায় করতে তাঁর ভূমিকা অগ্রগণ্য।

আরও পড়ুন

প্রাথমিক টেলিস্কোপ আবিষ্কার

সময়টা ১৬০৮ সালের ২ অক্টোবর। জার্মান-ডাচ চশমা নির্মাতা হ্যানস লিপারহে তাঁর উদ্ভাবিত একটি যন্ত্রের পেটেন্ট চেয়ে আবেদন করেন। এটি দিয়ে দূরের জিনিস কাছে দেখা যেত। হ্যানসের এই যন্ত্রকে শুরুর দিকের টেলিস্কোপ বিবেচনা করা হয়।

আরও পড়ুন

প্রথম কৃষ্ণাঙ্গ বিচারপতি

থারগুড মার্শাল—যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে নিয়োগ পাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ বিচারপতি। ১৯৬৭ সালের এ দিনে তিনি ইতিহাস গড়ে এ পদে নিয়োগ পান।

আরও পড়ুন

টিনের ক্যানের ব্যবহার শুরু

অল্প সময়ের মধ্যে টিনের এই ক্যান জনপ্রিয় হয়ে ওঠে
প্রতীকী ছবি: রয়টার্স

একসময় পণ্য বিক্রি করা হতো লোহার ক্যানে ভরে। এই ক্যান খোলা বেশ ঝামেলার কাজ ছিল। এই সমস্যা সমাধানে এগিয়ে আসেন মার্কিন আবিষ্কারক জে ওস্টারহোউডট। তিনি টিনের তৈরি ক্যান উদ্ভাবন করেন। এই ক্যান খুব সহজে ঘুরিয়ে ঘুরিয়ে খোলা যায়। অল্প সময়ের মধ্যে টিনের এই ক্যান জনপ্রিয় হয়ে ওঠে। ১৮৬৬ সালের এই দিনে এই ক্যান পেটেন্ট পেয়েছিল।

আরও পড়ুন
আরও পড়ুন