ফাইজারের টিকা ১ মাস ফ্রিজে রাখা যাবে
ফাইজার ও বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনার টিকা এখন আগের চেয়ে বেশি দিন রাখা যাবে ফ্রিজে। ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এমনটিই বলেছে বলে বিবিসির খবরে জানানো হয়েছে।
দ্য ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) জানায়, টিকার ভায়াল খোলা না হলে ফ্রিজে এক মাস পর্যন্ত রাখা যাবে। আগে এই সময়সীমা ছিল পাঁচ দিন।
টিকা সংরক্ষণের মেয়াদ বৃদ্ধির ফলে ইউরোপজুড়ে টিকা কর্মসূচিতে উল্লেখযোগ্য প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
অতি শীতল তাপমাত্রায় ফাইজারের টিকা সংরক্ষণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় বহনে বড় ধরনের অসুবিধা ছিল। এ কারণে বিশ্বের অনেক দেশে ফাইজারের টিকা ব্যবহার কঠিন হয়ে পড়েছিল।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ফাইজারের টিকা হিমাঙ্কের ২৫ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে দুই সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ ও পরিবহন করা যাবে বলে অনুমোদন দিয়েছিল। যদিও আগে জানানো হয়েছিল, ফাইজারের টিকা হিমাঙ্কের ৮০ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে।
এই মাসের শুরুর দিকে কানাডা ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের টিকা দেওয়ার অনুমোদন দেয়।
বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য গত ২ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা ব্যবহারের অনুমোদন দেয়। ৮ ডিসেম্বর দেশটিতে এই টিকার প্রয়োগ শুরু হয়।