পিৎজা খেতে ইচ্ছা করেছিল। ইচ্ছা পূরণে অর্ডার দিয়ে বাড়িতে এনেছিলেন খাবারটি। বাড়ির পেছনের বাগানে আয়েশ করে খেতেও বসেছিলেন। কিন্তু শেষ অবধি পছন্দের পিৎজা আর খাওয়া হলো না। হঠাৎ একটি পাখি উড়ে এল। এরপর ছোবল দিয়ে আস্ত পিৎজাটি নিয়ে উড়াল দিল। সম্প্রতি এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, ভিডিওটি ইনস্টাগ্রামে আপলোড দিয়েছেন রবার্ট টলপি নামের এক নারী। তবে তাঁর বাড়ি কোথায় কিংবা ঘটনাটি কবে ও কোথায় ঘটেছে, তা উল্লেখ করা হয়নি। শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে ওই নারী লিখেছেন, ‘মাত্রই একটি সিগাল আমার পিৎজা নিয়ে গেল!’
ক্যাপশনে রবার্ট টলপি লেখেন, পিৎজার বক্স নিয়ে বাড়ির পেছনের বাগানে বসেছিলেন তিনি। খাওয়ার আগে হঠাৎ এক কাজে বাড়ির ভেতরে ঢোকেন। বক্সসহ পিৎজাটি বাগানেই রেখে আসেন। ফিরে এসে দেখেন, বক্সটি খোলা পড়ে রয়েছে। ভেতরে পিৎজা নেই। আকাশের দিকে তাকিয়ে দেখেন, একটি সিগাল পিৎজাটি নিয়ে আপনমনে উড়াল দিয়েছে।
পিৎজা হারিয়ে ভিডিওতে ওই নারীকে বলতে শোনা যায়, ‘হায় ঈশ্বর, আমার পিৎজা কে খেল?’ পরক্ষণেই আকাশে পিৎজাসহ সিগালটিকে উড়তে দেখে তিনি হাসতে হাসতে আবার বলে ওঠেন, ‘না, এটা হতে পারে না।’
ইনস্টাগ্রামে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকেই মজা করেছেন। অনেকের মতে এটা সাজানো ঘটনা। কমেন্টে একজন মজা করে লিখেছেন, আজ পাখিটি ও সেটির বন্ধুদের হয়তো ভালো খাবার খেতে ইচ্ছে করেছিল।
অপর একজন নিজের অভিজ্ঞতা জানিয়ে লিখেছেন, আমি একবার সৈকতে স্যান্ডউইচ খেতে বসেছিলাম। কিন্তু তা আর কপালে জোটেনি। হঠাৎ সিগাল এসে খাবার কেড়ে নিয়ে উড়াল দেয়। তবে সমালোচনাকারীরা প্রশ্ন তুলেছেন, সিগাল কীভাবে আস্ত একটি পিৎজা নিয়ে উড়াল দিতে পারে? আরেকজন মন্তব্য করেছেন, পিৎজা সচরাচর টুকরা করে কেটে দেওয়া হয়। আস্ত থাকে না। এটা একটি সাজানো ভিডিও।