দেশে দেশে চন্দ্রগ্রহণ
শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করছে বিশ্ববাসী। গত শুক্রবার রাতে প্রায় সব দেশ থেকেই এই চন্দ্রগ্রহণ দেখা গেছে। দীর্ঘতম এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে স্থায়িত্ব ছিল ৬ ঘণ্টা ১৪ মিনিট। এই রাতে নিজ কক্ষপথে পৃথিবীর নিকটবর্তী স্থানে অবস্থান করায় অনেক জায়গা থেকে খালি চোখে মঙ্গল গ্রহকেও দেখা যায়।
বাংলাদেশে চন্দ্রগ্রহণটি দেখা যায় রাত সোয়া ১১টার দিকে, শেষ হয় ভোর সাড়ে পাঁচটার দিকে। অবশ্য কোথাও কোথাও আকাশ মেঘলা থাকায় চন্দ্রগ্রহণটি ভালোভাবে দেখা যায়নি। তবে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ তুমুল আগ্রহ নিয়ে চন্দ্রগ্রহণটি প্রত্যক্ষ করেছে। রক্তিম চাঁদের ঠিক পাশে লোহিত মঙ্গলকে দেখে অভিভূত হয়েছে বিশ্ববাসী। দেশে দেশে চন্দ্রগ্রহণ কীভাবে প্রত্যক্ষ হয়েছে, নিচের ছবিগুলোতে সেটাই তুলে ধরা হলো—