উচ্চ রক্ত চাপের রোগীদের দীর্ঘ মেয়াদে প্যারাসিটামল সেবনে বড় ঝুঁকি: গবেষণা
প্যারাসিটামল নিয়ে নতুন একটি গবেষণা করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এডিনবরার গবেষকেরা। এই গবেষণায় উঠে এসেছে, যাঁদের উচ্চ রক্তচাপ আছে, এমন ব্যক্তিরা প্যারাসিটামল সেবন করলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। খবর বিবিসির।
এই গবেষণার পরিপ্রেক্ষিতে গবেষকেরা বলেছেন, প্যারাসিটামল দীর্ঘ মেয়াদে সেবনের কারণে কী কী সুফল ও কুফল রয়েছে, তা নিয়ে চিকিৎসকদের চিন্তা করা উচিত।
তবে এই গবেষণা নিয়ে আরেক দল গবেষক ভিন্ন মতও পোষণ করেছেন। তাঁরা বলছেন, আরও বেশি মানুষকে যুক্ত করে এবং দীর্ঘ মেয়াদে গবেষণা চালানো উচিত।
বিবিসির খবরে বলা হয়েছে, মাথাব্যথা ও জ্বরের ওষুধ হিসেবে প্যারাসিটামল সেবন করা হয়। এ ছাড়া দীর্ঘ মেয়াদে যাঁরা ব্যথায় ভুগছেন, তাঁদেরও এই ওষুধ দেওয়া হয়। যদিও ওষুধ সেবনে কতটা উপকৃত হন রোগী, এ-সংক্রান্ত তথ্য যথেষ্ট কম।
এই গবেষণা ১১০ স্বেচ্ছাসেবীর ওপর চালানো হয়েছে। এই স্বেচ্ছাসেবীদের দুই-তৃতীয়াংশই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের ওষুধ সেবন করে থাকেন।
গবেষণার চূড়ান্ত পরীক্ষা অনুসারে, এই স্বেচ্ছাসেবীদের দুই সপ্তাহের জন্য দৈনিক চারবার এক গ্রাম প্যারাসিটামল সেবন করতে বলা হয়। যাঁরা দীর্ঘদিন ধরে ব্যথায় ভুগছেন, তাঁদেরও ওই মাত্রাতেই প্যারাসিটামল দেওয়া হয়।
পরের দুই সপ্তাহ এই স্বেচ্ছাসেবীদের দেওয়া হয় ডামি ওষুধ বা প্লাসিবো সেবন করতে বলা হয়। এই ডামি ওষুধে কোনো প্রতিক্রিয়া নেই। এ প্রসঙ্গে ইউনিভার্সিটি অব এডিনবরার ক্লিনিক্যাল ফার্মাকোলজিস্ট অধ্যাপক জেমস ডিয়ার বলেন, পরীক্ষার ফল থেকে দেখা যায়, প্যারাসিটামল তাঁদের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে, যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকির অন্যতম কারণ।