নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামে ২০১৫ সাল থেকে প্রথম আলো ট্রাস্ট-সাদত স্মৃতি পল্লী প্রকল্পের কাজ শুরু হয়। নিয়মিতভাবে গ্রামের অসহায় দরিদ্র মানুষের জন্য সপ্তাহে তিন দিন তিনজন চিকিৎসক দ্বারা বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। মোট ৬৮ বয়স্ক ব্যক্তিকে প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয়। ওই অঞ্চলের শিশু-কিশোর ও যুবকদের পাঠের অভ্যাস এবং জ্ঞানচর্চার জন্য লাইব্রেরি স্থাপন করা হয়েছে।
গ্রামের শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ‘আরজান-আরিশ’ নামে একটি শিশুপার্ক স্থাপন করা হয়েছে। গ্রামের শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে গল্পের বই পড়ার অভ্যাস, ছবি আঁকা ও নৈতিক শিক্ষাবিষয়ক ক্লাস নেওয়া হয়। এ ছাড়া চক্ষুশিবির করে চোখের ছানি অপারেশন, শীতবস্ত্র বিতরণ, কিশোরী মেয়েদের স্যানিটারি ন্যাপকিন বিতরণসহ নানা কার্যক্রম চালু আছে এই প্রকল্পে।
এনভয় টেক্সটাইল ও শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় সাদত স্মৃতি পল্লী প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।