২০০৩ সাল থেকে প্রথম আলো মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে কাজ করে আসছে। ট্রাস্ট গঠনের পর মাদকবিরোধী আন্দোলন আরও জোরদার করা হয়। মাদকবিরোধী আন্দোলনের কাজগুলো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। যেমন: মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা, মাদকবিরোধী কনসার্ট, প্রতি মাসে পরামর্শ সহায়তা, প্রতি মাসে টেলিফোনে পরামর্শ, স্কুলভিত্তিক মাদকবিরোধী আয়োজন ইত্যাদি। মাদকবিরোধী কনসার্ট হয়েছে ১৭টি।
তা ছাড়া টেলিফোনে পরামর্শ সহায়তার আয়োজন করা হয়েছে ৫৮টি। একই সঙ্গে সচেতনতা সৃষ্টিতে ৮ বার মাদকবিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার (সংবাদপত্র ও টিভি) দেওয়া হয় ছয়জন সাংবাদিককে। কিশোরদের জন্য মাদকবিরোধী স্টিকার ডিজাইন প্রতিযোগিতা হয়েছে ৪ বার। এ ধরনের আরও বেশ কিছু কর্মসূচি নিয়মিত পালন করা হচ্ছে। প্রতি মাসে বিশেষজ্ঞ চিকিৎসক অনলাইনে ও ধানমন্ডির ডাব্লিউভিএ মিলনায়তনে মাদকবিরোধী ও বিভিন্ন মানসিক সমস্যার পরামর্শ প্রদান করে থাকেন।