<p>‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’তে অভিনয়শিল্পী তানজিম সাইয়ারা তটিনীর জন্য কোন রেসিপি বানালেন শেফ মোহাম্মদ আসাদুজ্জামান নূর? </p><p>মাসুমা রহমান নাবিলার উপস্থাপনায় পর্বটি মনোযোগ দিয়ে দেখুন। শেষে রয়েছে একটি কুইজ। সঠিক উত্তরদাতাদের মধ্যে প্রতি দশ পর্ব শেষে ভাগ্যবান পাঁচজন বিজয়ী পাবেন ফ্রেশের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। </p><p>মেগা বিজয়ী পাবেন ‘আইফোন–১৬’। আইফোন জিততে হলে অনুষ্ঠানের প্রতিটি পর্বের সঠিক উত্তর দিতে হবে কমেন্টে এবং পর্বগুলো নিজ ফেসবুক প্রোফাইলে 'পাবলিক' করে শেয়ার করতে হবে। শেয়ারকারী এবং সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে মেগা বিজয়ী নির্ধারণ করা হবে।</p>