<p>প্রথম আলো ডটকমের সহযোগিতায় ‘সিঙ্গার | বেকো ঈদের রান্না’য় জনপ্রিয় তারকা দম্পতি মাসুমা রহমান নাবিলা ও জোবাইদুল হক রিমের জন্য কোন রেসিপিটি তৈরি করলেন নুসরাত ইসলাম?</p><p>পর্বটি মনোযোগ দিয়ে দেখুন। শেষে রয়েছে একটি কুইজ। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে প্রতি পর্বে ভাগ্যবান একজন বিজয়ী পাবেন সিঙ্গারের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার।</p><p>কুইজের উত্তর দিন কমেন্ট বক্সে।</p><p>*বিজয়ীর সঙ্গে যোগাযোগ করা হবে মেসেঞ্জারে। বিজয়ী নির্বাচন এবং ক্যাম্পেইন–বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।</p>