<p>জীবনের ১৮ বছর বিমানবন্দরের এক ছোট্ট লাল বেঞ্চেই কাটিয়ে দিয়েছিলেন মেহরান কারিমি নাসেরি। ভেবেছিলেন আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে দু-এক সপ্তাহের মধ্যে যেতে পারবেন নিজ গন্তব্যে। কিন্তু তিনি বিমানবন্দরেই রয়ে গেলেন এতগুলো বছর। কেমন ছিলেন তিনি সেখানে? দেখুন ভিডিও প্রতিবেদনে... </p>