<p>আমাদের ফলমানব</p><p>সিটি গ্রুপ–প্রথম আলো কৃষি পুরস্কার ২০২৪-ড. এম এ রহিম</p><p>১৯৮২ সালের ২৪ অক্টোবর ঈশ্বরদীর এক তরুণ কৃষি মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তার চাকরি ছেড়ে ট্রেনে চেপে পা রাখেন ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ে। কে জানত, এক তরুণ প্রভাষকের হাত ধরে মাছে–ভাতে বাঙালির দেশ, দেশি-বিদেশি ফল উৎপাদনেও জাদু দেখাবে। বছরব্যাপী দেখা যাবে নানান ফল। অধ্যাপক এম এ রহিমের হাত ধরে যাত্রা শুরু করা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টারটি হয়ে উঠবে রঙিন সব ফলমূল চাষের আঁতুড়ঘর। </p><p>সেখানকার উৎপাদিত ফলের জাত বিশ্বের বহু দেশে পৌঁছে গেছে ব্র্যান্ডিং বাংলাদেশের অংশ হিসেবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জার্মপ্লাজম সেন্টারের সাফল্যে দেশের প্রায় ৪ কোটি মানুষ বর্তমানে ফল উৎপাদনে জড়িত। </p><p>কৃষিক্ষেত্রে অনন্য অবদানের জন্য আপনাকে সিটি গ্রুপ-প্রথম আলো কৃষি পুরস্কার ২০২৪-এ আজীবন সম্মাননায় ভূষিত করতে পেরে আমারা আমরা আনন্দিত।</p><p>#Agriaward2024 #ProthomAlo #Citygroup #কৃষিপুরস্কার২০২৪</p>