<p>সিটি গ্রুপ–প্রথম আলো কৃষি পুরস্কার ২০২৪-মো. গোলাম সারোয়ার</p><p>ইউরোপের কোনো এক নামী প্রতিষ্ঠানের কর্মকর্তা হতে পারতেন গোলাম সারোয়ার। যুক্তরাজ্যে আলোঝলমলে জীবন হতে পারত তাঁর সঙ্গী। কিন্তু তিনি বেছে নিলেন দেশ, কৃষি ও উদ্যোক্তার জীবন। ২০১৩ সালে পড়ালেখা শেষ করে ফিরে এলেন দেশের মাটিতে। যুক্ত হলেন বাবার ব্যবসায়। কিন্তু করোনাকালে একটি দৈনিকে দেখতে পেলেন গোখাদ্যের সংকট নিয়ে প্রতিবেদন। যুক্তরাজ্যে পড়ার অবসরে তিনি বেরিয়ে পড়তেন ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণে। সেখানে তিনি ইতিহাস-ঐতিহ্যের পাশাপাশি বিভিন্ন পশুর খামার পরিদর্শন করেন। সেখানেই জানতে পারেন গবাদিখাদ্য সাইলেজের কথা। সিদ্ধান্ত নেন সাইলেজ উৎপাদনের। পরের বছরই শুরু করেন বাণিজ্যিক উৎপাদন। পুষ্টিমানে উন্নত ও বাজারে প্রচলিত দানাদার খাদ্যের চেয়ে বহুগুণে সস্তা এই সাইলেজ উৎপাদন দেখতে কারখানা ভ্রমণে আসতে থাকেন দেশ-বিদেশের অনেকে।</p><p> মো. গোলাম সারোয়ারের এই উদ্যোগ আর অবদানের জন্য সিটি গ্রুপ–প্রথম আলো কৃষি পুরস্কার ২০২৪-এ সেরা কৃষি উদ্যোক্তা খাতে এ স্বীকৃতি দিতে পেরে আমরা আনন্দিত।</p><p>#Agriaward2024 #ProthomAlo #CityGroup #কৃষিপুরস্কার২০২৪</p>