<p>নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করে ৮৮ বছর বয়সে পরপারে চলে গেলেন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। পরের পোপ কে হবেন– তা নিয়ে চলছে আলোচনা। তবে ফ্রান্সিসের উত্তরসূরী যে-ই হোন না কেন, পোপের মৃত্যুর পর কীভাবে তাঁকে শেষ বিদায় জানানো হবে, আর কীভাবে নির্বাচিত হবেন নতুন পোপ - এর সবই হয় ঐতিহ্যবাহী কিছু রীতি মেনে। কেমন হবে এ প্রক্রিয়া? জেনে নেওয়া যাক।</p>