<p>বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে হেলথকেয়ারের সহযোগিতায় প্রথম আলোর বিশেষ গোলটেবিল আয়োজন: ডায়াবেটিস ও এর জটিলতা প্রতিরোধে করণীয়</p><p><strong>অতিথি—</strong></p><p>অধ্যাপক ডা. ফারুক পাঠান</p><p>চিফ প্যাট্রন, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি ও পরিচালক, বারডেম একাডেমি।</p><p>অধ্যাপক ডা. মুহম্মদ হাফিজুর রহমান</p><p>প্রেসিডেন্ট, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি।</p><p>ডা. শাহজাদা সেলিম</p><p>সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলোজি, বিএসএমএমইউ।</p><p>ডা. মো. সাইফুদ্দিন </p><p>সায়েন্টিফিক সেক্রেটারি, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি ও সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিক্যাল কলেজ।</p><p>ডা. তানজিনা হোসেইন,</p><p>অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি, গ্রীণ লাইফ মেডিক্যাল কলেজ।</p><p>অধ্যাপক ডা. সাবিনা হাশেম</p><p>অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট (এনআইসিভিডি)</p><p>অধ্যাপক মো. নজরুল ইসলাম</p><p>হেড অব নেফ্রোলজি, ঢাকা মেডিক্যাল কলেজ।</p><p>ডা. জিন্নাত আরা নাসরিন</p><p>অধ্যাপক, অবস অ্যান্ড গাইনি, সিকদার মহিলা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল।</p><p>ডা. তারিক রেজা আলী</p><p>সহযোগী অধ্যাপক, বিএসএমএমইউ।</p><p><strong>মডারেটর—</strong></p><p>ফিরোজ চৌধুরী</p><p>সহকারী সম্পাদক, প্রথম আলো</p>