<p>তারকাদের বিবাহবিচ্ছেদ হলে তা নিয়ে নানা গুঞ্জন রটে যায়। অস্কারজয়ী সুরকার এ আর রহমান ও সায়রা বানুর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। এর পেছনে অবশ্য কারণও আছে। যেদিন তাঁরা সংসার জীবনের ইতি টানার ঘোষণা দেন, সেদিনই এ আর রহমানের গানের দলের বেজ গিটারিস্ট মোহিনী দেও বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। ফলে দুজনকে নিয়ে ফিসফাস শুরু হয় নেটদুনিয়ায়। </p>