<p>‘জন নায়ক’ সিনেমার জন্য ২৭৫ কোটি পারিশ্রমিক নিচ্ছেন থালাপতি বিজয়; যার ফলে শাহরুখ খান, সালমান খান, প্রভাস কিংবা রজনীকান্তকে পেছনে ফেলে এই মুহূর্তে ভারতীয় সিনেমার সবচেয়ে ‘দামি’ তারকা তিনি। এমন সাফল্যময় ক্যারিয়ার রেখেই কেন সিনেমাকে বিদায় বলছেন তিনি? দেখুন ভিডিওতে।</p>