<p>প্রথম আলো ডটকমের আয়োজনে চতুর্থবারের মতো চলছে ‘অনলাইন এসি মেলা’। এতে অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় 'স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড (সনি- স্মার্ট)'। এবারের আয়োজন নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির হেড অব সেলস মো. সারওয়ার জাহান চৌধুরী।</p>