<p>কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শিক্ষার্থীদের পরিবারের নিজস্ব ভিটা নেই, ভূমি নেই। স্থায়ী ঠিকানা-জীবন-স্বপ্ন, কিছুই নেই। তাঁদের একমাত্র পরিচয়, জলবায়ু-উদ্বাস্তু। প্রথম আলোর অনুসন্ধানে উঠে এসেছে, এই জনপদের ১২ হাজার শিশু আর ৪০ হাজার নারী-পুরুষের ‘শূন্যে ভাসা’ জীবনের গল্প। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে</p>